X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

জুলহাজ ও তনয়ের মরদেহ হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ১৩:০১আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৫:১৭

জুলহাজ মান্নান যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি’র বাংলাদেশ অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়ের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় তার চাচা আমিনুল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে কলাবাগান থানা পুলিশের কাছ থেকে মরদেহ গ্রহণ করেন। পরে দুপুর দেড়টার দিকে তনয়ের মরদেহ গ্রহণ করেন তার চাচা ফজলুর রহমান ও মামা মফিকুর রহমান। এ সময় কলাবাগান থানার এসআই আনসার আলী উপস্থিত ছিলেন।
জুলহাজের চাচা আমিনুল ইসলাম জানিয়েছেন, মরদেহটি প্রথমে কলাবাগানের বাসায় নেওয়া হবে। জুলহাজের এক বোন যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছেন। তিনি আসার পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আজই তার দাফন সম্পন্ন করা হবে।  
এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সোহেল মাহমুদ এর তত্ত্বাবধানে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এদিকে, এ ঘটনায় নিহত অপর নাট্যকর্মী মাহবুব তনয়ের ময়না তদন্তও সম্পন্ন হয়েছে। অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে দুপুর দেড়টার দিকে তার মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তনয়ের মরদেহ গ্রহণ করেন তার চাচা ফজলুর রহমান ও মামা মফিকুর রহমান। তনয় রাজধানীর শ্যাওড়াপাড়া এলাকায় মা ও বোনের সঙ্গে বসবাস করতেন। 

সোমবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানে খুন হন ইউএসএআইডি’র কর্মকর্তা ও মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল অফিসার জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় (২৮)। নিহত জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। জুলহাজ বাংলাদেশে সমকামীদের অধিকার নিয়ে কাজ করতেন। ‘রূপবান’ নামে একটি পত্রিকাও সম্পাদনা করতেন তিনি। অন্যদিকে তনয় আশা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন। লোকনাট্য নামের একটি থিয়েটারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

/জেইউ/টিএন/

আরও পড়তে পারেন:

কলাবাগানে জোড়া খুন: খুনি শনাক্তে আশাবাদী পুলিশ, আটক ১

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল
বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কে গেলো এসএসসি পরীক্ষার্থীর প্রাণ
বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কে গেলো এসএসসি পরীক্ষার্থীর প্রাণ
নিক্সন চৌধুরীর স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ
নিক্সন চৌধুরীর স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম