আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। যে কারণে উচ্চ আদালতে বিচারাধীন মামলার ওপর আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার কোনও সুযোগ নেই।’
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, কোনও মামলা কার্যতালিকার কত নম্বরে আসবে বা কবে শুনানি হবে, তা আদালত ঠিক করে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই।’
তিনি বলেন, ‘আগে যে সরকার ছিল, সেটা একটা ফ্যাসিস্ট সরকার ছিল। তারা কোনও নিয়মনীতি মানতো না। তারা একজন প্রধান বিচারপতিকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছিল। আমরা তো সেই সরকার না। আমাদের কোনও এখতিয়ার নেই উচ্চ আদালতের বিষয়ে হস্তক্ষেপ করার।’
ঝিনাইদহে শিশু আছিয়া হত্যা মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘মামলার বিচারকাজ শুরু হয়েছে। মামলার চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল। আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচারকাজ পরিচালনা করছে। আমরা আশা করছি খুব দ্রুত রায় পাওয়া যাবে।’
অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘মামলা করতে তো কোনও বাধা নেই। যে কেউ চাইলে মামলা করতে পারে। কিন্তু কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে মামলা করছে কিনা, বা মামলার বস্তুনিষ্ঠতা আছে কিনা, তা জানতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’