ইতালি থেকে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ এপ্রিল) ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন শেষে রবিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। সোমবার (২৮ এপ্রিল) ভোরে তার দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে গত শুক্রবার (২৫ এপ্রিল) প্রধান উপদেষ্টা কাতারের রাজধানী দোহা থেকে রোমে যান।