রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরপরই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাদ। দুই কার্ডিনালই দরিদ্র ও প্রান্তিক মানুষের স্বার্থে পোপ ফ্রান্সিসের আজীবন লক্ষ্য, দারিদ্র্য দূরীকরণে তার প্রচেষ্টা এবং যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে তার দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন।
তারা প্রফেসর ইউনূসের কাজের গভীর প্রশংসা করেন। তাকে প্রয়াত পোপের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বর্ণনা করেন।
প্রফেসর ইউনূস পোপ ফ্রান্সিসের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের স্মৃতিচারণ করে বলেন, ‘ধর্মীয় পটভূমি নির্বিশেষে সবাইকে আলিঙ্গন করার ক্ষমতা পোপের রয়েছে।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন।’ তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে বহুবার সাক্ষাতের কথা স্মরণ করেন এবং ভ্যাটিকান ব্যাংকের সংস্কারের প্রয়োজনীয়তা সম্বন্ধে লেখা তার একটি সমালোচনামূলক চিঠি ভ্যাটিকানের অফিসিয়াল সংবাদপত্র ল’ ওসেরভেটোর রোমানোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল তা তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি লিখেছিলাম, দরিদ্রদের প্রতি আরও বন্ধুত্বপূর্ণ করার জন্য কীভাবে ভ্যাটিকানের ব্যাংকটিকে সংস্কার করা উচিত। আমি পোপের পারফরম্যান্স এবং বিতর্কের সমালোচনা করেছিলাম। তারপরও তিনি পুরো চিঠিটি প্রকাশ করেছেন।
প্রফেসর ইউনূস জানান, পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের ব্যাংকিং পদ্ধতির সংস্কার এবং চার্চের দরিদ্রবান্ধব উদ্যোগ সম্প্রসারণে মনোনিবেশ করে বেশ কয়েকটি কমিটির সভাপতির দায়িত্ব পান।
শূন্য বেকারত্ব, শূন্য সম্পদের কেন্দ্রীকরণ এবং শূন্য নীট কার্বন নিঃসরণের বিশ্ব গড়ে তোলার বিষয়ে প্রফেসর ইউনূসের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গত নভেম্বরে ভ্যাটিকান রোমে পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি জিরো ক্লাব চালু করে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি একজন মুসলিম। তবুও পোপ ফ্রান্সিস কখনই ভিন্ন ধর্মের ব্যক্তির পাশে তার নাম ব্যবহার করতে আপত্তি করেননি।’
প্রয়াত পোপের সঙ্গে সমৃদ্ধ স্মৃতির কথা তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, ‘তিনি কখনোই আমাকে বহিরাগত মনে করেননি।’
কার্ডিনাল তোমাসির সঙ্গে সাক্ষাৎ
সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া সফর করা কার্ডিনাল তোমাসি প্রধান উপদেষ্টার সঙ্গে ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। ইউক্রেন ও গাজায় সংঘাত অবসানের আহ্বানে পোপ ফ্রান্সিসের প্রচেষ্টার প্রশংসা করেন উভয় নেতা।
তোমাসি তার ভিয়েতনাম সফরের প্রতিফলন করে বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়া খুব দ্রুত বিকশিত হচ্ছে, যা সাম্প্রতিক বছরগুলিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখছে।’ তিনি ওই অঞ্চলে আরও শান্তি প্রতিষ্ঠা এবং উত্তেজনাকর পরিস্থিতিতে শান্ত থাকার ওপর জোর দেন।
প্রফেসর ইউনূস ভিয়েতনামের চমকপ্রদ অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, ‘তার সরকার আরও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে এবং বাংলাদেশকে একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার প্রচেষ্টায় দক্ষিণ এশীয় এই দেশটিকে অনুকরণের চেষ্টা করছে।’
কার্ডিনাল তোমাসি জানান, তিনি আশা করেন, পরবর্তী পোপ পোপ ফ্রান্সিসের অনানুষ্ঠানিকতা বজায় রাখবেন এবং দেশগুলোর মধ্যে শান্তির সংলাপকে উৎসাহিত করবেন।
কার্ডিনাল জ্যাকব কুভাকাদের সঙ্গে বৈঠক
ভারতের কেরালা রাজ্য থেকে আসা কার্ডিনাল কুভাকাড ঘোষণা দেন, বাংলাদেশের ক্যাথলিক চার্চ এ বছরের সেপ্টেম্বরে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করবে, যেখানে বিভিন্ন ধর্মের নেতারা একত্রিত হবেন।
প্রফেসর ইউনূস বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে অব্যাহত সংলাপের গুরুত্বের ওপর জোর দেন। তিনি ধর্মীয় সম্প্রীতির প্রতি দেশটির প্রতিশ্রুতি এবং জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তুলে ধরেন।
বৈঠকগুলোতে আরও উপস্থিত ছিলেন– এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ, ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।