পোপ ফ্রান্সিসের জানাজায় যোগ দেওয়ার পরপরই শনিবার রোমে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। বৈঠকে উভয় নেতা বর্তমান বিশ্ব বাণিজ্য পরিস্থিতি এবং লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতার সেতুবন্ধন তৈরি করার প্রয়োজনীয়তার ওপর দৃষ্টি নিবদ্ধ করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী লুবেতকিন উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তিনি পারস্পরিক সমৃদ্ধি বাড়াতে বিশেষ করে ঢাকা ও মার্কোসুর সদস্য দেশগুলোর মধ্যে (আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে) শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।
প্রফেসর ইউনূস এবং মন্ত্রী লুবেটকিন তরুণদের জন্য বিনিয়োগ এবং সামাজিক ব্যবসা উদ্যোগের প্রসারের কৌশল নিয়ে আলাপ করেন। তারা শূন্য বেকারত্ব, শূন্য সম্পদের কেন্দ্রীকরণ এবং শূন্য নীট কার্বন নিঃসরণের মতো ‘থ্রি জিরো’ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গির কথা পুনর্ব্যক্ত করেন।
এ সময় প্রধান উপদেষ্টা নিয়মিত উচ্চ পর্যায়ের সংলাপ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং পররাষ্ট্রমন্ত্রী লুবেতকিনকে দ্রুততম সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন– এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ, ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।