X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

অর্থনৈতিক সংস্কারে বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৫, ২২:১৮আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২২:১৮

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারের ফলে দেশের বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি অর্থনৈতিক ও ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা।

বুধবার (২৩ এপ্রিল) লুসাইল শহরে কাতারের বাণিজ্যমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলাপকালে এসব কথা বলেন। এছাড়া কাতারের সঙ্গে গভীর অর্থনৈতিক সহযোগিতা, গুরুত্বপূর্ণ খাতে কাতারের বিনিয়োগের আহ্বান এবং প্রতিরক্ষা সরঞ্জাম কারখানাসহ সৌদি আরবের উৎপাদনকারীদের জন্য বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের আহ্বান জানিয়েছেন।

এর আগে কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ড. সৌদ বিন আবদুল রহমান আল থানি আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠক ও মধ্যাহ্নভোজে প্রধান উপদেষ্টা বিনিয়োগের সুযোগ ও অবকাঠামো সহায়তার মাধ্যমে কাতারের শিল্প উদ্যোগকে সহজতর করতে বাংলাদেশের প্রস্তুতির ওপর জোর দেন।

তিনি ৭২৫ জন বাংলাদেশি সেনা নিয়োগের কাতারের সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাতারি নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার জন্য এই নিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান।

এরপর বিকালে উপ-প্রধানমন্ত্রী হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারি একটি চা চক্রে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান,  সেখানে পারস্পরিক স্বার্থ, বিশেষ করে বাংলাদেশি কর্মী নিয়োগ বৃদ্ধির মাধ্যমে জনশক্তি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সকালে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। তিনি দীর্ঘদিন ধরে নির্যাতিত মিয়ানমারের মুসলিম সম্প্রদায়ের দুর্দশার দিকে দৃষ্টি দিয়ে বৈশ্বিক প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান। এছাড়া কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি সভায় বক্তব্য রাখেন। তিনি শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
কাতারের প্রতিরক্ষা খাতের জন্য বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব: প্রেস সচিব
সর্বশেষ খবর
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’