জাতীয় তথ্য বাতায়নে অনেক মন্ত্রণালয়-বিভাগ এবং অধীন দফতর ও সংস্থার ওয়েবসাইটগুলো হালনাগাদ রাখার নির্দেশনা দিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে সম্প্রতি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, জাতীয় তথ্য বাতায়নে অনেক মন্ত্রণালয়-বিভাগ এবং অধীন দফতর ও সংস্থার ওয়েবসাইটগুলো নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। তাই এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত চিঠি সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দফতর ও সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় তথ্য বাতায়নে অনেক মন্ত্রণালয়-বিভাগ ও আওতাধীন দফতর-সংস্থার ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। বিশেষ করে কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর, টেলিফোন নম্বর, ছবি ও দাফতরিক ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্যাবলি ওয়েবসাইটে যথাযথভাবে প্রদর্শিত হচ্ছে না।
চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় মন্ত্রণালয়-বিভাগ ও অধীন দফতর ও সংস্থার ওয়েবসাইটে সব কর্মকর্তার প্রয়োজনীয় তথ্যাবলীসহ অন্যান্য তথ্য নিয়মিত হালনাগাদ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।