X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সিইও’র সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ২১:৩৪আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২১:৩৪

ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশের বন্দর ও লজিস্টিক অবকাঠামোতে কৌশলগত বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। এর আগে দাভোসে দুই দেশের মধ্যে কথোপকথনের পর ডিপি ওয়ার্ল্ডের প্রধান চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

চট্টগ্রাম বন্দরের জট কমানো, কার্বন নিঃসরণ কমানো এবং বাংলাদেশের প্রধান মেরিটাইম গেটওয়ের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো এই বিনিয়োগের লক্ষ্য।

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেন, ‘এটি সম্ভাবনার দেশ। ‘বাংলাদেশে আসুন, চলুন আমরা এই কাজটি করি।’

সুলতান আহমেদ বিন সুলায়েম তার কোম্পানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা এই অংশীদারত্বের অপেক্ষায় রয়েছি। আপনাদের সমৃদ্ধিই আমাদের সমৃদ্ধি। চট্টগ্রাম থেকে দুবাই হয়ে আফ্রিকা— এটাই আমাদের যৌথ স্বপ্ন।’

প্রধান উপদেষ্টা মৎস্য, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং হালাল মাংস রফতানিসহ বাংলাদেশের ক্রমবর্ধমান খাতগুলোতে বৃহত্তর সহযোগিতা বিবেচনার জন্য ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানান। তিনি বাংলাদেশি শ্রমিকদের জন্য যথাযথ দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

প্রফেসর ইউনূস আশ্বাস দিয়ে বলেন, ‘জনশক্তিকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া আমাদের দায়িত্ব এবং আমরা তা নিশ্চিত করবো।’

ডিপি ওয়ার্ল্ড প্রধান ইতিবাচক সাড়া দিয়ে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ভিসা সহজ করা এবং সার্বিক সহায়তা, বিশেষ করে বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য সক্রিয়ভাবে কাজ করছে।’

তিনি চীন ও ভারতের বাণিজ্য মার্টের সাফল্যের ধারাবাহিকতায় ডিপি ওয়ার্ল্ডের নিজ দেশে একটি ‘বাংলাদেশ মার্ট’ চালু করার পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশি পণ্য- কাঠ, মার্বেল, কৃষিপণ্য প্রদর্শন করে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই।’

বৈঠকে অংশ নেওয়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ‘আমরা বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য ভিসা জটিলতা সমাধানে কাজ করছি এবং আমরা আশা করছি, শিগগিরই একটি সমাধান আসবে।’

বৈঠকে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের দুটি কোম্পানি সম্প্রতি বাংলাদেশ থেকে প্রায় ৫০০ কর্মী নিয়োগ করেছে।

দুবাইভিত্তিক একটি শীর্ষস্থানীয় গ্লোবাল লজিস্টিক সংস্থা ডিপি ওয়ার্ল্ড বন্দর উন্নয়ন, সামুদ্রিক পরিষেবা, সরবরাহ এবং প্রযুক্তি-চালিত বাণিজ্য সুবিধার দক্ষতার জন্য পরিচিত।

এ সময় এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র 
প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন চার নারী খেলোয়াড়
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৫)
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবু পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
কিট সি কিং স্কলারশিপ বিজয়ী হলেন জ্যোতি
সর্বাধিক পঠিত
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ