X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের প্রতি হোলসিম গ্রুপের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫১আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫১

হোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য এবং এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অঞ্চল প্রধান মার্টিন ক্রিগনার বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দেশের সিমেন্ট ব্যবহারের প্রবণতা, শিল্পের পরিবেশগত প্রভাব এবং বাংলাদেশের বাজারে হোলসিমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বিশ্বের শীর্ষস্থানীয় সিমেন্ট ও বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানি হোলসিম বাংলাদেশের লাফারজ হোলসিমের মূল কোম্পানি। কোম্পানিটি সুনামগঞ্জের ছাতকে একমাত্র সমন্বিত সিমেন্ট প্ল্যান্ট পরিচালনা করছে এবং দুই দশকেরও বেশি সময় ধরে দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ক্রিগনার বলেন, ‘বাংলাদেশে বিশ্বমানের পণ্য উৎপাদনে অব্যাহত সহায়তা প্রদানের জন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ।’

তিনি বলেন যে, ‘সংস্থাটি তার ছাতক কারখানায় জ্বালানি উৎস হিসেবে ‘অ-পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক’ ব্যবহার করে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘এই প্রক্রিয়াটির কোনও পরিবেশগত প্রভাব নেই। হোলসিম টেকসই প্রযুক্তিতে বিশ্বব্যাপী অগ্রগামী, যা আমরা বাংলাদেশেও স্থাপন করেছি।’

ক্রিগনার আরও বলেন, ‘অন্যান্য দেশে কোম্পানির প্লান্টগুলোতে কোম্পানির কার্বন ক্যাপচার প্রকল্প রয়েছে, যা বাংলাদেশে অনুকরণ করা যেতে পারে।’

বাংলাদেশ অপারেশনসের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ইকবাল চৌধুরী বিগত বছরগুলোতে দেশে শিল্প খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তবে আগামী দিনগুলোতে উন্নতির প্রত্যাশা করছেন তিনি।

ইকবাল চৌধুরী বাংলাদেশে কোম্পানির সাম্প্রতিক প্রবর্তনের কথা তুলে ধরে বলেন, যা দেশের শত শত মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে বলে তিনি আশা করছেন। 

প্রফেসর ইউনূস লাফার্জ প্লান্টে পুনর্ব্যবহারযোগ্য নয় এমন প্লাস্টিক ব্যবহারের পরিবেশগত প্রভাব সম্পর্কে খোঁজখবর নেন। তিনি আশ্বস্ত হন যে, জ্বালানি হিসেবে প্লাস্টিক ব্যবহারের ফলে এই অঞ্চলে কার্বন নির্গমন হবে না।

প্রধান উপদেষ্টা সরকারের ব্যবসাবান্ধব এবং সরাসরি বিদেশি বিনিয়োগের পক্ষে অবস্থান নিশ্চিত করে দেশে আরও হোলসিম বিনিয়োগকে স্বাগত জানান।

ক্রিগনার বাংলাদেশের বাজারের প্রতি হোলসিমের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়ী হওয়ার ইচ্ছার ওপর জোর দেন।

সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ, মুখ্য সচিব সিরাজুদ্দিন সাথী উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র 
প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন চার নারী খেলোয়াড়
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বশেষ খবর
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
দুর্গম স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যুর অভিযোগ
দুর্গম স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক শিশুর মৃত্যুর অভিযোগ
অভিমানে অবসরে...
অভিমানে অবসরে...
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো