X
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

‘সামুদ্রিক পরিবহন চুক্তি স্থলবেষ্টিত রাষ্ট্র ও সেভেন সিস্টার্সের মধ্যে যোগাযোগ বাড়াবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৫, ১২:৪১আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৯:৩২

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বিমসটেককে পুনরুজ্জিবিত করতে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গতকাল আমরা সামুদ্রিক পরিবহন সহযোগিতা সম্পর্কিত বিমসটেক চুক্তিতে স্বাক্ষর করেছি, যা বিমসটেক অঞ্চলের মধ্যে বিশেষ করে স্থলবেষ্টিত সদস্য রাষ্ট্রগুলো এবং ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে অবশ্যই অবদান রাখবে।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, যেহেতু বাংলাদেশ বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করছে, আমি আপনাদের সবাইকে, প্রকৃতপক্ষে উপস্থিত আমার সহকর্মী নেতাদের, সংস্থাটিকে পুনরুজ্জীবিত করতে আমাদের সম্মিলিত প্রতিশ্রুতি পূরণে আপনাদের মূল্যবান সমর্থন বাড়ানোর আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বিমসটেকের দীর্ঘ ২৮ বছর ধরে অস্তিত্ব রয়েছে। স্পষ্টভাবে বলতে গেলে, এর প্রভাব এখনও সদস্য রাষ্ট্র এবং এর বাইরেও অনুভূত হয়নি। সনদ স্বাক্ষর ও অনুমোদন এবং প্রাসঙ্গিক কার্যপ্রণালী বিধি প্রণয়ন বিমসটেক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোকে যথেষ্ট শক্তিশালী করে তুলেছে। আমাদের সুশীল সমাজ এবং বেসরকারি ক্ষেত্র বিমসেটককে আমাদের দেশগুলোর মধ্যে বাস্তব ও ফলাফলমুখী উদ্যোগ ও প্রকল্প গ্রহণের ওপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মতপার্থক্য ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পারস্পরিক আস্থা এবং পারস্পরিক স্বার্থের সত্যিকারের অভিন্ন মনোভাব প্রয়োজন। আমরা সম্মিলিতভাবে যাই করি না কেন, আমাদের প্রভাব এবং ফলাফল দ্বারা পরিচালিত হওয়া দরকার। চতুর্থ দশকের দিকে এগিয়ে এসে আমাদের বিমসটেকের আওতায় আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার পদ্ধতি ও প্রতিষ্ঠানগুলো পুনরায় আবিষ্কার করতে হবে।

মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের বিমসটেক প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সব সদস্য দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাণিজ্য ও বিনিয়োগের প্রসার, বিমসটেকের অভ্যন্তরে জনগণ, বিশেষ করে তরুণ ছেলে-মেয়েদের যাতায়াত সহজতর করা আমাদের জনগণের কল্যাণ বৃদ্ধির মূল চাবিকাঠি। বর্তমানে আন্তঃআঞ্চলিক বাণিজ্য মাত্র ৫ দশমিক ৯ শতাংশ। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন খাতের শীর্ষস্থানীয় দেশ হিসেবে বাংলাদেশ ২০০৪ সালে স্বাক্ষরিত এফটিএ সম্পর্কিত বিমসটেক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের বাস্তবায়নের জন্য সবার প্রতি আহ্বান জানাবে, যা শেষ পর্যন্ত উন্নত যোগাযোগের ক্ষেত্রে অবদান রাখবে।

তিনি আর বলেন, পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে আমরা পরিবহন সংযোগ বিষয়ে বিমসটেক মাস্টার প্ল্যান গ্রহণ করেছি। এর সময়োপযোগী বাস্তবায়ন আমাদের দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। কিছু দেশ দ্বিপক্ষীয়ভাবে অনেক কিছু অর্জন করেছে। কার্যকর আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও উন্নয়নের সুফল পেতে হলে আঞ্চলিক ব্যবস্থা নিতে হবে। মাস্টারপ্ল্যান বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের সমাধান না হলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। বিমসটেক অভ্যন্তরীণ কোন্দল বিশেষ করে রাখাইনে বিবাদমান পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব নিরসনে সংলাপকে উৎসাহিত করতে পারে। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশের জন্য রাখাইনে স্থিতিশীলতা আনতে মিয়ানমারকে সম্পৃক্ত করতে আরও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। রাখাইন রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, রাখাইনে আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে ইউএনডিপির সতর্কতার মধ্যে, রাখাইন থেকে আরও বাস্তুচ্যুতি বন্ধ করতে জনগণকে মৌলিক প্রয়োজনীয়তা সরবরাহের জন্য রাখাইনে একটি মানবিক চ্যানেল প্রতিষ্ঠা করা যেতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ এই বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে বিমসটেক সদস্য দেশগুলোর অর্থবহ অংশগ্রহণকে উৎসাহিত করে। সম্মেলনে বিমসটেক সদস্য দেশগুলোর উচ্চ পর্যায়ের রাজনৈতিক অংশগ্রহণ প্রত্যাশা করে বাংলাদেশ।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত ১৩-১৬ মার্চ বাংলাদেশে ঐতিহাসিক সফর করেন। তিনি রোহিঙ্গাদের মর্যাদা ও সুরক্ষার সঙ্গে মিয়ানমারে ফিরে যাওয়ার অধিকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
নির্বাচনের জন্য মাঠের চাপ তৈরি করতে চায় বিএনপিসহ সমমনারা!
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ এপ্রিল, ২০২৫)
বাড়ি ফেরার পথে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে জখম
বাড়ি ফেরার পথে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে জখম
বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি: এনডিটিভি
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি: এনডিটিভি
নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস
নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস
জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
সেভেন সিস্টার্স বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ: মোদি
সেভেন সিস্টার্স বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ: মোদি
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট