বিশ্বব্যাংকের অ্যাগ্রিকালচার প্র্যাক্টিস গ্রুপ’র দক্ষিণ এশিয়া অঞ্চলের প্র্যাক্টিস ম্যানেজার টমাস রিকার্ডো রোসাদা ভিলামারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রবিবার (৯ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
খাদ্য উপদেষ্টা এ সময় টমাস রিকার্ডো রোসাদা ভিলামারকে বাংলাদেশে স্বাগত জানান। তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি বিশ্বব্যাংকের অর্থায়নে এ দেশে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা বলেন।
এ সময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।