X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

রোহিঙ্গাদের জন্য ৬৮ মিলিয়ন ইউরো দেবে ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ মার্চ ২০২৫, ১৫:৪৩আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৭:০০

রোহিঙ্গাদের সহায়তায় এ বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ৬৮ মিলিয়ন ইউরো দেবে। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইকুয়ালিটি, প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট) কমিশনার হাদজা লাহবিব বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া স্থানীয় জনগোষ্ঠী এবং মিয়ানমারের সংঘাতময় জনগোষ্ঠীসহ বিশেষ করে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতার শিকার রোহিঙ্গাদের সহায়তায় এ বছর এই অর্থ দেওয়া হবে। 

সোমবার (৩ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। 

ইইউ কমিশনার বলেন, এই সাহায্যের পরিমাণ গত বছরের প্রাথমিক ইইউ অবদানের চেয়ে বেশি হওয়ার পরও তহবিলের ক্রমবর্ধমান ব্যবধানের কারণে ক্যাম্পগুলোতে মানবিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতির ঝুঁকি এড়াতে এটি এখনও যথেষ্ট নয়।

ড. ইউনূস রোহিঙ্গা মানবিক সংকটে তার সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি ‘বড় ইস্যু’।

তিনি বলেন, কয়েক বছর ধরে কোনও সুরাহা ছাড়াই চলছে। কোনও মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই।

প্রধান উপদেষ্টা বলেন, আপনাকে বাংলাদেশ সফরে আসতে দেখে আমরা খুবই আনন্দিত। জাতিসংঘ মহাসচিবও আসছেন। আমরা রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।

ইইউ কমিশনার বলেন, এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে শান্তি।

তিনি বলেন, মানবসৃষ্ট দুর্যোগসহ সব ধরনের দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। এ ধরনের দুর্যোগের মধ্যে মিথ্যা তথ্যও রয়েছে।

ঘণ্টাব্যাপী বৈঠকে তারা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, বন্যা ব্যবস্থাপনাসহ এ অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগসহ জ্বালানি খাত নিয়ে আলোচনা করেন।

ড. ইউনূস নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য ইউরোপীয় ইউনিয়নের সমর্থন কামনা করেন। কারণ এটি বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির দিকে উত্তরণের পথ প্রশস্ত এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস করবে।

তিনি বলেন, আমরা নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে কথা বলি এবং এখানে নবায়নযোগ্য জ্বালানি আছে। নেপাল ও ভুটান উভয়ই আমাদের কাছে নবায়নযোগ্য জ্বালানি বিক্রি করতে আগ্রহী।

ইইউ কমিশনার বন্যা নিয়ন্ত্রণসহ প্রস্তুতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে আরও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ইইউ বাংলাদেশের সঙ্গে ‘ভালো অনুশীলন’ ও ‘প্রস্তুতি কৌশল’ বিনিময়ে আগ্রহী।

লাহবিব দেশের এই ক্রান্তিলগ্নে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, আপনি একটি অসাধারণ সময়ে একটি অসাধারণ কাজ করেছেন। আমার মূল বার্তা হচ্ছে আমরা আমাদের সহযোগিতা জোরদার করতে প্রস্তুত।

তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি ইইউর সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। লাহবিব বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত প্রেক্ষাপট যা আমরা প্রত্যক্ষ করছি। আমরা জানি আপনি যখন কিছু পরিবর্তন করতে চান তখন সর্বদা প্রতিরোধ থাকে। তাই অনেক কিছু করতে হবে। আমরা আপনাদের পাশে আছি।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।

/এসও/আরআইজে/ এমওএফ/
সম্পর্কিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মামুনুল হক
ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সর্বশেষ খবর
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
৩য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি টাকা
৩য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি টাকা
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক