X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক সংস্কারে ইতালির সমর্থন পুনর্ব্যক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৭

ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি চলমান সংস্কার উদ্যোগ এগিয়ে নিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রতি ইতালি সরকারের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য তার সরকারের সমর্থনের কথা উল্লেখ করেন।

মারিয়া ত্রিপোদি বলেন, ‘আমরা আশা করি, সংস্কারের মাধ্যমে আপনারা সফল হবেন। আমাদের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আপনার কাছে যেমনটা উল্লেখ করেছেন, আপনি সব সময় আমাদের ওপর আস্থা রাখতে পারেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ইতালি খুব কাছাকাছি। ইতালিতে অনেক বাংলাদেশি নাগরিক বসবাস করেন। তারা আমাদের দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’ এসময় অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈধ অভিবাসন সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মানবপাচার বন্ধে এবং বৈধ পথে আরও দক্ষ লোক বিদেশে পাঠাতে বাংলাদেশ প্রচেষ্টা চালাচ্ছে। কয়েক বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে জুলাইয়ে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যখন বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন ঐতিহাসিক সময়ে ত্রিপদীর এই সফরের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘আপনার এই সফর একটি ঐতিহাসিক সময়ে হয়েছে। জুলাইয়ে যা ঘটেছিল তারপর এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করছি। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

জবাবে ইতালির ভাইস মিনিস্টার বলেন, ‘‘বাংলাদেশ ইতালির সরকারের কাছ থেকে ‘পূর্ণ সমর্থন'’ পাবে।’’

ত্রিপোদি আরও বলেন, ‘বাংলাদেশি জনগণ ও রোহিঙ্গা মুসলমানদের জন্য তাদের উন্নয়ন সহায়তা বন্ধ করবে না ইতালি।’

বস্ত্র, জ্বালানি ও প্রতিরক্ষা খাতকে সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরে ইতালির অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে উল্লেখ করেন ভাইস মিনিস্টার।

প্রধান উপদেষ্টা ইতালিকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর এবং দু’দেশের মধ্যে বিনিময় কর্মসূচিতে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

এ সময় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সংসদীয় আসন সংখ্যা ৬০০ করার সুপারিশ নারী বিষয়ক সংস্কার কমিশনের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন
সর্বশেষ খবর
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত