গত ৫ আগস্টের পর দেশের বিভিন্ন থানা থেকে ৬ হাজার অস্ত্র লুট হয়েছিল ও ৬ লাখ গুলি লুট হয়েছিল। যার মধ্যে এখনও ১ হাজার ৪০০ অস্ত্র ও আড়াই লাখ গুলি উদ্ধার হয়নি। এসব অস্ত্র এবং গুলি সন্ত্রাসীদের হাতে গিয়ে যাতে দেশে অস্থিতিশীলতা তৈরি হতে না পারে, সে ব্যাপারে সতর্ক থেকে জেলা প্রশাসকদের (ডিসি) কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
‘জেলা প্রশাসক সম্মেলন’-এর তৃতীয় এবং শেষ দিন সকালে শুরুতেই জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক হয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে পাঁয়তারা করছে। জেলা প্রশাসকদের সতর্ক নজরদারির মাধ্যমে এদের হাত থেকে দেশকে বাঁচাতে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রমজানে বাজার ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ এর ঘাটতি মেটানো; এই তিন চ্যালেঞ্জ জেলা প্রশাসকদের এখন। এগুলোকে সামনে রেখেও কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সামরিক বাহিনী সব ধরনের সহায়তা করবে বলেও তাদের আশ্বাস দেওয়া হয়েছে।
‘দেশের শান্তিশৃঙ্খলা ফেরাতে যতদিন প্রয়োজন হয়, ততদিন পর্যন্ত বেসামরিক বাহিনীর সঙ্গে এক হয়ে সামরিক বাহিনীর সদস্যরা কাজ করবেন’, বলেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।