X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

দ্বিপক্ষীয় বৈঠকে আলজেরিয়া ও মিসর যাচ্ছেন পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট        
২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:০৪

আগামী সপ্তাহে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন আলজেরিয়া ও মিসর সফর করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। আগামী সপ্তাহে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

রফিকুল আলম বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও আলজেরিয়া এবং ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও মিসরের মধ্যে দ্বিতীয় দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। এর আগে সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে ভার্চুয়ালি এবং ২০১৮ সালে ঢাকায় বাংলাদেশ ও মিসরের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

তিনি আরও জানান, মিসর ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের রফতানি বাজার প্রসার, রফতানি পণ্যে বৈচিত্র্য আনার ভালো সম্ভাবনা আছে। আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে উজ্জ্বল সম্ভাবনা আছে এবং দুই দেশের মধ্যে জ্বালানি বিষয়ক সমঝোতা স্মারক আলোচনায় আছে। আলজেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের এফবিসিসিআই, মিসরের ফেডারেশন অব চেম্বার অ্যান্ড কমার্সের সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্সের সঙ্গে দুটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সার্বিক বাণিজ্য উন্নয়নে ভূমিকা রাখবে বলে ধারণা করা যাচ্ছে।    

এছাড়া এক প্রশ্নের জবাবে রফিকুল আলম জানান, বর্তমানে ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৫২০ জন। এর মধ্যে ২ লাখ ৪ হাজার ২৭৪টি পরিবার আছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে ৫২ শতাংশ শিশু, ৪৪ শতাংশ প্রাপ্ত বয়স্ক এবং ৪ শতাংশ বয়স্ক আছেন। আশ্রিতদের মধ্যে ৪৯ শতাংশ পুরুষ এবং ৫১ শতাংশ নারী। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিবছর আনুমানিক ৩০ হাজার শিশু জন্মগ্রহণ করে।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ-পাকিস্তানের অমীমাংসিত ইস্যু মীমাংসার এখনই উপযুক্ত সময়
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
২০ কিশোর বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে
সর্বশেষ খবর
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও সময় তদন্ত প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর
জুলাই-আগস্ট গণহত‍্যাশেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও সময় তদন্ত প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর
৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’
৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’
নির্বাচন যখনই হোক একটা রোডম্যাপ দেন: ফারুক
নির্বাচন যখনই হোক একটা রোডম্যাপ দেন: ফারুক
বাজারে এলো ক্লেমনের নতুন ভ্যারিয়েন্ট ‘ক্লেমন জিরো’
বাজারে এলো ক্লেমনের নতুন ভ্যারিয়েন্ট ‘ক্লেমন জিরো’
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি