X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

‘পররাষ্ট্রনীতি প্রণয়নে সব দলের রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১২

পররাষ্ট্রনীতি প্রণয়নের সময় সব দলের রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা মো. মাহফুজ আলম।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নতুন বাংলাদেশ গঠন: সংস্কার ও পররাষ্ট্রনীতি’ শীর্ষক সংলাপে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও মাহফুজ আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়ের পরে মাহফুজ আলম বলেন, ‘সব ধরনের রাজনৈতিক দলের মধ্যে আমাদের একটি বড় ধরনের সংলাপ দরকার। আমাদের দরকার হচ্ছে সবাইকে নিয়ে বাংলাদেশে একটি জাতীয় ঐকমত্যের দিকে এগোনো। পররাষ্ট্রনীতির বিষয়ে ঐকমত্য জাতীয় ঐক্যের জায়গা থেকে হয়। সরকার অদলবদলের ভিত্তিতে কোনও রদবদল হয় না।’

আওয়ামী লীগ আমলের বিষয়ে তিনি বলেন, ‘গত সরকার হঠকারিতার চেয়ে বেশি করেছে যে তারা একটি নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল। সরকারের দিক থেকে আমরা চেষ্টা করছি আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য। যদি আমাদের কোনও ধরনের হঠকারিতা বা কোনও রকম ভুল থাকে, সেটি আমরা শোধরানোর চেষ্টা করি। এটি হচ্ছে আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি।’

‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরীতা নয়’– এটি আমাদের মটো আকারে ছিল। এটি খুব বেশি পরিবর্তন হয়নি। আমরা চাই সবার সঙ্গে বাস্তবধর্মী সম্পর্ক, সব দেশের সঙ্গে।’ এখানে অ্যাডভেঞ্চারিজম বা হঠকারিতার জায়গা নেই বলে তিনি জানান।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে মাহফুজ আলম বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি যে ভারত একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটি দরকার, সেটি হচ্ছে বাস্তবধর্মী পদক্ষেপ। কোনও ধরনের হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা– এই জিনিসগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কীভাবে শক্তি বাড়াতে পারি সেটির দিকে মনোযোগ দিতে চাই।’

কোন রাষ্ট্র কী করলো সেটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে—আমাদের সক্ষমতা বাড়ানো এবং সেখান থেকে দরকষাকষির ক্ষমতা বাড়ানো।’ বাংলাদেশ যদি সক্ষমতা বাড়াতে পারে, তবে দরকষাকষির ক্ষমতা বাড়বে আন্তর্জাতিক পরিমণ্ডলে বলে তিনি জানান।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ আলম
গুম খুন লুটের বিচার করা সরকারের অগ্রাধিকার: মাহফুজ আলম
অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায়: মাহফুজ আলম
সর্বশেষ খবর
গাজীপুরে তুসুকা গার্মেন্টসের শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের দ্বিতীয় দিন
গাজীপুরে তুসুকা গার্মেন্টসের শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের দ্বিতীয় দিন
বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে দুই বাংলাদেশি
বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে দুই বাংলাদেশি
হার্ভার্ডকে দেওয়া ট্রাম্প প্রশাসনের ‘অনুমোদনহীন’ চিঠি নিয়ে বিতর্ক
হার্ভার্ডকে দেওয়া ট্রাম্প প্রশাসনের ‘অনুমোদনহীন’ চিঠি নিয়ে বিতর্ক
যশোরে দুপুরে আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান, সন্ধ্যায় ঝটিকা মিছিল
যশোরে দুপুরে আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান, সন্ধ্যায় ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ