X
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

একাত্তরের পুনরাবৃত্তি হয়েছে ২৪ এর জুলাইয়ে: শফিকুল আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৫০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। ৭১’ এর হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি হয়েছে ২৪ এর জুলাইয়ে।

শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, যে নতুন বাংলাদেশ আমরা স্বপ্নে দেখছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ড. ইউনূস এগিয়ে যাচ্ছেন, এটা শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই একটা চলমান প্রক্রিয়া। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তারা যে জন্য যুদ্ধ করেছিলেন, দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়েই আমরা এগিয়ে যাচ্ছি। বুদ্ধিজীবীদের আদর্শ ড. ইউনূস ও তার দল ধারণ করে।

একাত্তরের সঙ্গে জুলাই অভ্যুত্থানের মিল খুঁজে তিনি বলেন, ১৯৭১ খ্রিষ্টাব্দে যেভাবে ঠকঠক করে ওনাদের (বুদ্ধিজীবী) ধরে নিয়ে গিয়েছিল পাকহানাদার বাহিনী ও তাদের দোসররা, এরকম পুনরাবৃত্তি আমরা জুলাইতে দেখেছি। আপনারা দেখেছেন, আমাদের ছয় জন শীর্ষ ছাত্রনেতাকে কীভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। বুদ্ধিজীবীরা তাদের উত্তরসূরিদের জন্য যেভাবে তাদের লেখা লিখে গিয়েছিলেন, আহনাফ বা শিক্ষার্থীরাও তাদের মায়ের কাছে চিঠি লিখছে যে, তারা যুদ্ধ করতে যাচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, আমরা যারা পুরো জুলাই গণআন্দোলন, গণঅভ্যুত্থানে ছিলাম তারা শহীদ বুদ্ধিজীবীদের মতাদর্শ, তাদের দেশ গড়ার  স্বপ্ন পুরোপুরি ধারণ করি এবং সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।

এর আগে, শনিবার সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, পরে ৭টা ১৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
বিমসটেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা
গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে: মাহফুজ আলম
সর্বশেষ খবর
ক্লাসিকো ফাইনাল নিশ্চিত করে ট্রেবলের স্বপ্ন দেখছে বার্সা
ক্লাসিকো ফাইনাল নিশ্চিত করে ট্রেবলের স্বপ্ন দেখছে বার্সা
টিভিতে আজকের খেলা (৩ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ এপ্রিল, ২০২৫)
এভারটনকে হারিয়ে ১২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল
এভারটনকে হারিয়ে ১২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল
ম্যানসিটির জয়ের রাতে ১৬ মাসের গোলখরা কাটালেন গ্রিলিশ
ম্যানসিটির জয়ের রাতে ১৬ মাসের গোলখরা কাটালেন গ্রিলিশ
সর্বাধিক পঠিত
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
গাজীপুর সাফারি পার্কে একদিনে ৮ লাখ টাকার টিকিট বিক্রি
গাজীপুর সাফারি পার্কে একদিনে ৮ লাখ টাকার টিকিট বিক্রি
তরমুজের বীজ খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তরমুজের বীজ খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন
লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদে ডিসির অপসারণ চেয়ে সিপিবির মানববন্ধন