X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ভারতেই শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০৫

বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ওনার দেশেই (ভারত) শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন। সম্ভবত ওনার নিজের দেশের কথা বলতে গিয়ে ভুলে বাংলাদেশের কথা বলে ফেলেছেন। ভারতে কীভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, সেটি সবাই দেখেছেন। সেজন্য উনি ওনার দেশের জন্য শান্তিরক্ষী চাইছেন।’

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) পূর্বাচল ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটা দেশের বিরুদ্ধে এত জঘন্য ও মিথ্যা প্রচার শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কেউ পারে বলে মনে হয় না।’

সত্যি ঘটনা প্রকাশ করে এই মিথ্যাচারের জবাব বাংলাদেশের গণমাধ্যম দিতে পারে উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘সত্যটা প্রকাশ করে এর প্রত্যুত্তর আপনারা দেবেন। আমরা সবাই মিলে এ মিথ্যাচারের প্রতিবাদ করবো। তাহলেই তাদের মুখে চুনকালি পড়বে।’

উপদেষ্টা বলেন, ‘সীমান্তে বড় ধরনের কোনও উত্তেজনা নেই, অন্যান্য সময়ের মতো একই অবস্থা বিরাজ করছে।’

ভারতের দিক থেকে কোনও উদ্বেগজনক আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনও উদ্বেগজনক আশঙ্কা নেই। তারা বাগযুদ্ধ করে যাচ্ছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের পর যে পরিস্থিতি হয়েছে সেটি থেকে উত্তরণে সময় দিতে হবে। তবে আগের তুলনায় বর্তমানে অনেক উন্নতি হয়েছে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করার জন্য আরও স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে। বর্তমানে ভলান্টিয়ার আছে ৫৫ হাজার। সেটাকে ৬২ হাজারে উন্নীত করা হবে।

/জেইউ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
পরিবেশগত বিবেচনায় ১৭টি পাথর কোয়ারির ইজারা স্থগিত
নিতান্ত প্রয়োজন না হলে ভারত-পাকিস্তান সফর না করার পরামর্শ
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর গঠন
জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর গঠন
২৬টি রাফালে এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্স-ভারত চুক্তি
২৬টি রাফালে এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্স-ভারত চুক্তি
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত আলীর রিমান্ড
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত আলীর রিমান্ড
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’