X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ২২:০৩আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২২:১০

ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (২৭ অক্টোবর) প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ‘দ্ব্যর্থহীনভাবে’ এই হামলার নিন্দা জানায়। এ ধরনের কর্মকাণ্ড ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে মনে করে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের ফলে ইতোমধ্যে ভঙ্গুর অবস্থায় থাকা মধ্যপ্রাচ্য অঞ্চলে আরও অস্থিতিশীলতা তৈরি হবে এবং যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাবে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবে। বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোকে এই যুদ্ধের বিস্তার নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যসহ যেকোনও অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পন্নের ওপর বিশ্বাস করে বাংলাদেশ।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। হামাসকে লেবাননভিত্তিক হিজবুল্লাহ গোষ্ঠীও সমর্থন করছে, আর হিজবুল্লাহকে সমর্থন করে ইরান। মধ্যপ্রাচ্যে মিত্রদের ওপর ইসরায়েলের ধারাবাহিক হামলার কারণে গত ১ অক্টোবর ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এরপর থেকে ইরান মূলত ইসরায়েলের জবাবের অপেক্ষাতেই ছিল। শনিবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরান ও পশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
গাজায় ‘নিন্দনীয়’ পরিস্থিতির নিন্দা পোপের, যুদ্ধবিরতির আহ্বান 
গাজায় ইসরায়েলের পূর্ণ অবরোধবিমান হামলার চেয়ে দুর্ভিক্ষকে বেশি ভয় পাচ্ছেন গাজাবাসী
ইসরায়েলকে অর্থ দেওয়া নিয়ে মুফতি আলাউদ্দিনের দাবি বানোয়াট: সিএ প্রেস উইং ফ্যাক্টস
সর্বশেষ খবর
ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু
ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ৮ শহরে অর্ণব
যুক্তরাষ্ট্রের ৮ শহরে অর্ণব
কুড়িগ্রামে ‘নাশকতা বিরোধী অভিযানে’ আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার
কুড়িগ্রামে ‘নাশকতা বিরোধী অভিযানে’ আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
১৯ দিনে এলো ২১ হাজার কোটি টাকার রেমিট্যান্স
১৯ দিনে এলো ২১ হাজার কোটি টাকার রেমিট্যান্স