আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তাদের অঙ্গসংগঠনগুলোকে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ করার জন্য আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আনিসুল হক।
সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না।
রাজনীতিতে জামায়াত-শিবির নিষিদ্ধে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা একমত হয়েছেন বলে সোমবার (২৯ জুলাই) জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উচ্চ আদালতের রায়ের পর ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। দলটির ছাত্রসংগঠনের নাম ইসলামী ছাত্রশিবির। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের বেশ ক’জন শীর্ষ নেতার ফাঁসির রায় ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। সূত্র: বাসস।
আরও পড়ুন-
জামায়াত-শিবির নিষিদ্ধ হতে পারে সন্ত্রাস দমন আইনে
যেভাবে নিষিদ্ধ করা হচ্ছে জামায়াতের রাজনীতি
জামায়াতের রাজনীতি বন্ধের দাবি বহুদিনের
জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়টি যেভাবে দেখছে বিএনপি
আ.লীগ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৪ দলের নেতাদের
নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির, ১৪ দলের বৈঠকে সিদ্ধান্ত