X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

বিটিভির তিন জেলা প্রতিনিধি পরিবর্তনের সুপারিশ, কনটেন্ট নিয়েও আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৪, ২১:৪৪আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২১:৪৪

বাংলাদেশ টেলিভিশনকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য মানসম্মত অনুষ্ঠান পরিবেশনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে বিটিভির সিলেট, চুয়াডাঙ্গা ও চাঁদপুর জেলার প্রতিনিধি পরিবর্তনের নির্দেশনা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এমন নির্দেশনা দেয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে প্রাইভেট চ্যানেলগুলোর সঙ্গে বিটিভির বিজ্ঞাপন রেটের তুলনামূলক চিত্র ও বিটিভির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে পেশ করা প্রস্তাব যাচাই-বাছাই করে কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বিটিভিকে কীভাবে দর্শকমুখী করা যায় সেই নিয়ে আলোচনা করেন সদস্যরা। যেখানে বলা হয়, বর্তমানে প্রতিযোগিতার বাজার। তাই বিটিভির এমন কিছু কনটেন্ট বানানো উচিত যা দর্শক দেখে। বিটিভির কর্মকর্তারা বৈঠকে জানান, দর্শক জনপ্রিয় কনটেন্ট তৈরির চেষ্টা করছেন তারা।

বৈঠকে বিটিভির ৩১টি জেলা প্রতিনিধির বিষয়ে জেলা প্রশাসকদের দেওয়া প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। সেখানে কিছু প্রতিনিধির বিরুদ্ধে সরকারের বিভিন্ন অনুষ্ঠানে অংশ না নেওয়া এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার না করার অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে সিলেট, চুয়াডাঙ্গা ও চাঁদপুর জেলার প্রতিনিধি পরিবর্তনের জন্য সংসদীয় কমিটি নির্দেশনা দেয়। কমিটির এর আগের বৈঠকে জেলা প্রতিনিধি নিয়ে কমিটির সদস্যরা নানান অভিযোগ তুলেছিলেন।

বৈঠকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, ফিল্ম আর্কাইভে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যত ধরনের তথ্য রয়েছে তা স্থায়ী সংরক্ষণ করার জন্য। ভবিষ্যতে যাতে কেউ এসব তথ্য নষ্ট করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে আরও অংশ নেন কমিটির সদস্য আলী আজম, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আফজাল হোসেন, আবদুচ ছালাম ও ফরিদা ইয়াসমিন।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: তথ্য উপদেষ্টা
অনুদানের সিনেমা জমা দেওয়ার সময় বাড়লো
স্থানীয় গুজব মোকাবিলায় জেলা তথ্য অফিসগুলোকে কাজ করতে হবে: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
পরিবেশ দূষণের দায়ে জরিমানা, পলিথিন জব্দ
পরিবেশ দূষণের দায়ে জরিমানা, পলিথিন জব্দ
নোয়াখালীতে লক্ষ্মীপুরের যুবলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্র-জনতা
নোয়াখালীতে লক্ষ্মীপুরের যুবলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্র-জনতা
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
শ্যালক খুনের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন
শ্যালক খুনের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন