X
সোমবার, ০১ জুলাই ২০২৪
১৭ আষাঢ় ১৪৩১
এনআইডি জালিয়াতি

আজিজের দুই ভাই ও মোসলেমের পরিবারের বিষয়ে তদন্ত শেষ হতে ‘সময় লাগবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৪, ২০:৩৪আপডেট : ২৬ জুন ২০২৪, ২১:৪৪

মিথ্যা তথ্য দিয়ে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র নেওয়া এবং বঙ্গবন্ধুর খুনি রিসালদার মোসলেম উদ্দিনের সন্তানদের পিতার নাম পরিবর্তনের অভিযোগে গঠিত তদন্তে কমিটির প্রতিবেদন পেতে আরও সময় লাগবে। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম। বুধবার (২৬ জুন) কয়েকটি পৌরসভার ভোট শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সাবেক সেনাপ্রধানের ভাইদের অসত্য তথ্য দিয়ে এনআইডি সংগ্রহের বিষয়টি তদন্তে যুগ্ম সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।

শফিউল আজিম জানান, তারা কীভাবে ভোটার হয়েছিলেন, কোন কোন ডকুমেন্ট এসেছে, কোথায় হয়েছে, কারও ইনভলভমেন্ট ছিল কিনা– এসব বিষয়ে আদ্যোপান্ত তদন্ত চলছে। তদন্ত কমিটি আরও সময় চেয়েছে। আরও সময় লাগতে পারে। আমরা নির্ভুলভাবে, বিস্তারিত, নিখুঁতভাবে তদন্তটা করতে চাই। কোনও ফাঁকফোকর যাতে না থাকে। তদন্ত কমিটির ওপর আস্থা আছে, তারা কাজ করছে। আরও একটু অপেক্ষা করতে হবে।

কমিটির অন্তত আরও দুই সপ্তাহ সময় লাগবে জানিয়ে সচিব বলেন, তদন্তে বিস্তারিত উঠে আসবে। তারা আরও দুই সপ্তাহ সময় লাগবে বলেছে। ভোটার হওয়া থেকে এ পর্যন্ত সব ডকুমেন্ট জোগাড় করা, পরীক্ষা করা, যাচাই করা এবং  বৈজ্ঞানিকভাবে কোনও খুঁত যাতে না থাকে। (কোনও কর্মকর্তা-কর্মচারী) কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। তদন্তে প্রমাণিত হবে। বিন্দুমাত্র ইনভলভমেন্ট থাকলে আইন অনুযায়ী শাস্তি হবে।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ (জোসেফ) নিজেদের নামের পাশাপাশি বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন। হারিছ আহমেদ তার নাম পাল্টে হয়েছেন মোহাম্মদ হাসান। আর তোফায়েল আহমেদ জোসেফ নাম পাল্টে পরিচিতি নিয়েছেন তানভীর আহমেদ তানজীল নামে। এ বিষয় সম্প্রতি আলোচনায় আসার পর মে মাসে তদন্তে নামে ইসি।

রিসালদার মোসলেম উদ্দিনের সন্তানদের মিথ্যা তথ্য দিয়ে এনআইডি করার বিষয়টিও তদন্ত চলছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পলাতক আসামি রিসালদার মোসলেম উদ্দিনের সন্তানরা কীভাবে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তাদের বাবার নাম পাল্টেছেন, সে বিষয়ে মে মাসে তদন্ত শুরু হয়েছে।

বুধবার ইসি সচিব জানান, বঙ্গবন্ধুর এই খুনি বিভিন্ন নামে আত্মগোপনে ছিলেন, বিভিন্ন নাম ধারণ করেছেন। ইসির তদন্তে বেরিয়ে এসেছে। আমরা চাচ্ছি কোন কোন নামে কোথায় কোথায় ছিলেন, তার আত্মীয়-স্বজনরা কোথায় কোথায় ব্যবহার করেছেন, সব তথ্য নিয়ে আসতে। এর প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত কমিটি কাজ করছে। এটিও একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তদন্ত হচ্ছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করছি।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মোসলেম উদ্দিনের ছয় ছেলে মেয়ে তাদের জাতীয় পরিচয়পত্রে বাবার নাম পরিবর্তন করে মো. রফিকুল ইসলাম খান বানিয়ে নিয়েছেন। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোসলেম উদ্দিনের তিন ছেলে মেয়ে পাসপোর্ট এবং এক ছেলে ড্রাইভিং লাইসেন্সেও তাদের বাবার নাম মো. রফিকুল ইসলাম খান হিসেবে অন্তর্ভুক্ত করেছেন।

এ অবস্থায় মোসলেমের সন্তানদের এনআইডি, পাসপোর্ট ও অন্যান্য ডাটাবেজে তাদের পিতার নাম বদলে নেওয়ার বিষয়টি রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ।

ইসি সচিব শফিউল আজিম বলেন, দুটি তদন্তই চলমান রয়েছে। পূর্ণাঙ্গ তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

ভোটার উপস্থিতি বেড়েছে

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে বলে জানান ইসি সচিব। নারায়ণগঞ্জের কাঞ্চনে ৭২ শতাংশ, বরিশালের গৌরনদীতে ৪২ দশমিক ২৩ শতাংশ এবং রাজবাড়ীর পাংশায় ৩৫ দশমিক ২৪ শতাংশ, জামালপুরের মেলান্দহে ৬৯ দশমিক ৬৩ শতাংশ এবং শেরপুরের নকলায় একটি পদে ৬৯ দশমিক ২৫ শতাংশ ভোট পড়েছে।

ইভিএমের প্রতি আস্থা বাড়ায় ভোটার উপস্থিতিও বাড়ছে বলে জানান সচিব।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালত অবমাননা: দুই আইনজীবীর আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
কাজ শেষ হওয়ার আগেই দেবে গেলো সেতুর পিলার, তদন্তে কমিটি
প্রথমে ভিজিট ভিসায় মধ্যপ্রাচ্যে নিয়ে জিম্মি, তারপর চলে নির্যাতন
সর্বশেষ খবর
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে আজ থেকে কার্যকর নতুন বাজেট
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে আজ থেকে কার্যকর নতুন বাজেট
বিকাশে সহজেই দেওয়া যাবে ঢাকার সব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স
বিকাশে সহজেই দেওয়া যাবে ঢাকার সব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৪)
সর্বাধিক পঠিত
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার
গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার
এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কোথায় যাবেন?
এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কোথায় যাবেন?
নতুন অর্থবছরের বাজেট পাস
নতুন অর্থবছরের বাজেট পাস