X
সোমবার, ০১ জুলাই ২০২৪
১৭ আষাঢ় ১৪৩১

বাজেটের ওপরে সাধারণ আলোচনা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ২০:১৪আপডেট : ১১ জুন ২০২৪, ২০:১৪

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) জাতীয় সংসদে এ আলোচনা শুরু হয়। প্রথম দিনের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য নূর মোহাম্মদ শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগ করার সুযোগ দেওয়ার দাবি তুলেছেন। জামালপুর-১ আসনের সংসদ সদস্যা নূর মোহাম্মদ বলেন, ‘অতীতেও কালো টাকা সাদা করার সুযোগ ছিল। সরকার কর ফাঁকিদাতাদের বিশেষ সুবিধা দিলেও সৎ করদাতাদের সঙ্গে বৈষম্য করতে পারে না।’ ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগকে বৈষম্যমূলক ও অনৈতিক বলে উল্লেখ করেন তিনি।

নূর মোহাম্মদ  এমপি বলেন, ‘গত দুই মাস যাবত দেখা যাচ্ছে, শেয়ারবাজার একেবারে তলানিতে। এটা এমন পর্যায়ে চলে গেছে— যা নিয়ে বলার কোনও উপায় নেই। এখানে অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ রাখতে পারতেন।’ তিনি বলেন, ‘আমি অনুরোধ করছি, যদি সম্ভব হয় শেয়ারবাজারে কালো টাকা সাদা করবার সুযোগ করবেন।’ একইসঙ্গে শেয়ারবাজারের করও প্রত্যাহার করার দাবি করেন তিনি।

সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির ওপর ২৫ শতাংশ করের প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নূর মোহাম্মদ বলেন, ‘আমরা নতুন সংসদ সদস্য। এটা করতে পারেন যারা বিগত দিনে সংসদ সদস্য হয়েছেন তাদের ক্ষেত্রে, আমাদের (প্রথমবার নির্বাচিত) ক্ষেত্রে পুনর্বিবেচনা করতে পারেন। অথবা না করলে না হয় এমন শুল্ক ধরে দিতে পারেন।’

তিনি বলেন, ‘দুর্নীতি এখন সবচেয়ে বেশি উচ্চারিত হয়। এমন সব ব্যক্তির নাম সংবাদ মাধ্যমে আসছে, যাতে আমাদের (আওয়ামী লীগ) বিব্রত হতে হচ্ছে। বড় বড় পদে থেকে এত দুর্নীতি করা হয়েছে, যা বলে শেষ করা যাবে না। বাংলাদেশের কিছু লোক দ্রুত ধনী হয়ে যাচ্ছে। এই তালিকায় বাংলাদেশের নাম ওপরের দিকে।’

সরকারি দলের সংসদ সদস্য আবু জাহির বলেন, ‘অনেকে সমালোচনা করছেন, এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। বিএনপির আমলে অর্থমন্ত্রী সাইফুর রহমান নিজেই কালো টাকা সাদা করেছিলেন, এমনকি তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছিলেন।’ তিনি বলেন, ‘বিএনপি ও এরশাদের আমলে বাজেট ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষ রাস্তায় বিক্ষোভ দেখাতো। এখন সেটা হয় না। এখন মানুষ উল্লাস দেখায়।’

নিলুফার আনজুম এমপি বলেন, আমাদের দেশে বিপুল জনগোষ্ঠী শিক্ষিত বেকার। শিক্ষাজীবন শেষে চাকরিতে প্রবেশের আগে, বা ব্যবসা শুরুর আগে বেকারদের জন্য অর্থমন্ত্রীর কাছে সাময়িক ভাতার দাবি করেন তিনি। স্যানিটারি ন্যাপকিনে ভর্তুকি দিলে বাজেট আরও মানবিক হতো বলে মনে করেন নিলুফার আনজুম।

সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক বসানো প্রসঙ্গে তিনি বলেন, আগে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারতেন। এবার শুল্কযুক্ত করেছেন অর্থমন্ত্রী। যাকে আমি যুগান্তকারী বলবো। এটাকে মহৎ সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।

কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাংকিং চ্যানেলে টাকা ফিরিয়ে আনার জন্য কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। বাজেটে এটা নতুন কিছু নয়। পঁচাত্তরের পর থেকে শুরু ১৯৭৬ থেকে ৮০ পর্যন্ত ৫০ কোটি ৭৬ লাখ টাকা সাদা করা হয়। এরপর ৮১ লাখ টাকা। এভাবে চলে এসেছে অদ্যাবধি।’

এইচএম ইব্রাহিম বলেন, ‘শ্রমিকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অন্যতম হলো আবাসন নিরাপত্তা। এক্ষেত্রে বড় বড় বেসরকারি কল-কারখানাগুলোতে আবাসন ব্যবস্থা করার ক্ষেত্রে অনীহা লক্ষ্য করা যায়। ফলে কর্মীরা তাদের সর্বোচ্চ দক্ষতা প্রদান করতে পারে না। কল-কারখানার শ্রমিকদের নিয়োগপত্র দিতেও অনীহা প্রকাশ করা হয়, এতে শ্রমিকরা প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হন।’ তিনি বেসরকারি কলকারাখানায় আবাসন ও বাধ্যতামূলক নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করতে শ্রমমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। রাইড শেয়ারিং কোম্পানিগুলো ভ্যাট-ট্যাক্স দেয় কিনা, সেটা অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে কাজী কেরামত আলী বলেন, ‘খেলাপি ঋণ আাদায়ে মনোযোগ দিতে হবে। অনেকে ঋণ নিয়ে বিদেশে টাকা পাচার করেন। এ দিকে দৃষ্টি দেওয়া উচিত।’

প্রথম দিন অন্যদের মধ্যে সরকারি দলের সংসদ সদস্য এসএম কামাল, নাইমুজ্জামান, হাবিবুন্নাহার লাইলী, তৌহিদুজ্জামান, কাজী কেরামত আলী, আবুল কালাম আজাদ, মঈনুল হাসান খান, মাহবুব রহমান, স্বতন্ত্র সংসদ সদস্য হামিদুল হক খন্দকার প্রমুখ বাজেট আলোচনায় অংশ নেন।

/ইএইচএস/এপিএইচ/
টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
৩০ জুন ২০২৪, ২০:৩০
১১ জুন ২০২৪, ২০:১৪
বাজেটের ওপরে সাধারণ আলোচনা শুরু
সম্পর্কিত
ইউপিতে নিয়োগ হবে প্রশাসক: সংসদে বিল পাস
বিদেশের কারাগারে বন্দি সাড়ে ১১ হাজার বাংলাদেশি
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে আজ থেকে কার্যকর নতুন বাজেট
সর্বশেষ খবর
প্রতিষ্ঠান থেকে নিজের নাম বাদ দিলেন প্রধানমন্ত্রী
প্রতিষ্ঠান থেকে নিজের নাম বাদ দিলেন প্রধানমন্ত্রী
ইউরোপের কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন-মুক্তিপণ আদায়, মূলহোতা গ্রেফতার
ইউরোপের কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন-মুক্তিপণ আদায়, মূলহোতা গ্রেফতার
অলিম্পিকে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের দ্রুততম মানব
অলিম্পিকে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের দ্রুততম মানব
বর্ষায় জুতা দুর্গন্ধমুক্ত রাখবেন যেসব উপায়ে
বর্ষায় জুতা দুর্গন্ধমুক্ত রাখবেন যেসব উপায়ে
সর্বাধিক পঠিত
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
কর্মকর্তাদের দুর্নীতির খবরে ‘ধন্যবাদ’ দিলেন মন্ত্রিপরিষদ সচিব
কর্মকর্তাদের দুর্নীতির খবরে ‘ধন্যবাদ’ দিলেন মন্ত্রিপরিষদ সচিব
সংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
প্রতিবাদলিপির বিষয়ে বললেন এসবি প্রধানসংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
পরীক্ষার্থীদের বোরকা-হিজাব পরায় বাধা, অভিযোগ বায়তুল মোকাররম খতিবের
পরীক্ষার্থীদের বোরকা-হিজাব পরায় বাধা, অভিযোগ বায়তুল মোকাররম খতিবের