ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে সংখ্যগরিষ্ঠ আসন পাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো উক্ত বার্তায় প্রধানমন্ত্রী এনডিএ জোটের বিজয়ে অভিনন্দন জানান। তিনি দুই দেশের জনগণের কল্যাণার্থে সামনের দিনগুলোতে বাংলাদেশ ও ভারত একযোগে কাজ করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।