দেশের কোনও সরকারি হাসপাতাল ও ল্যাবের আন্তর্জাতিক সনদ নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। বুধবার (৫ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে নোয়াখালী-২ আসনের সরকার দলীয় এমপি মোরশেদ আলমের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
সামন্ত লাল সেন বলেন, বর্তমানে দেশের কোনও সরকারি হাসপাতাল এবং ল্যাবের আন্তর্জাতিক মান সনদ নেই। তবে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টারের আইএসও সনদ পাওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে যথাক্রমে অন্যান্য সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মান সনদ পাওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।