X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

ব্যাটারিচালিত ও রঙচটা যান আর চালানো যাবে না ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৪, ১৬:৪৭আপডেট : ১৯ মে ২০২৪, ১৭:০৭

ঢাকা মহানগরীতে আর চলতে পারবে না ব্যাটারি বা মোটরচালিত রিকশা বা ভ্যান। একইসঙ্গে রঙচটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চলাচলও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শনিবার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়।

রবিবার (১৯ মে) বিআরটিএ এর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন বাংলা ট্রিবিউনকে বিজ্ঞপ্তির কথা নিশ্চিত করেন।

ব্যাটারিচালিত রিকশা (ছবি: সাজ্জাদ হোসেন)

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটারি/মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার ঢাকা মহানগরীতে চলাচলের কারণে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যাটারি/মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার এবং ফিটনেস এর অনুপযোগী, রংচটা, জরাজীর্ণ ও লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ।

নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় ঢাকা মহানগরীতে ব্যাটারি/মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি- হুইলার এবং ফিটনেসের অনুপযোগী, রঙচটা, জরাজীর্ণ ও লক্কড়-ঝক্কড় মোটরযান চলাচল বন্ধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

ব্যাটারিচালিত রিকশা (ছবি: সাজ্জাদ হোসেন)

এরর আগে গত বুধবার (১৫ মে) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই দিন রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক সভায় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ব্যাটারিচালিত কোনও গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে। আমরা তো ২২টি মহাসড়কে নিষিদ্ধ করেছি, যেগুলো করা হয়েছে সেগুলো কার্যকর করেন। এই ২২টি মহাসড়ক এবং ঢাকা সিটির বাস্তবতা ভিন্ন। সিটিতে যেন এই ব্যাটারিচালিত গাড়ি না চলে। এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো যেন চলতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।

রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশা অটোরিকশাচালকদের বিক্ষোভ (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রবিবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা। এ দিন সকাল সাড়ে ১০টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিরপুর-১০ নম্বর মোড়ে অবস্থান নেন। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন- 

ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা

লাঠিসোঁটা নিয়ে মিরপুরে রিকশাচালকদের সড়ক অবরোধ

অটোরিকশা বন্ধের দাবি শামীম ওসমানের, ‘বাংলার টেসলা’ বললেন প্রতিমন্ত্রী

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে সরকারের সহযোগিতা চায় ডিএনসিসি

/জেডএ/এফএস/
সম্পর্কিত
গণপরিবহনে যৌন হয়রানি দেখলে চুপ না থেকে প্রতিবাদ করুন: বিশেষ সহকারী মইনউদ্দীন
ধানমন্ডিতে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই
ফাঁকা ঢাকার সড়ক অটোরিকশার দখলে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৫)
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন