X
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চিঠিকে ইতিবাচক দেখছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে সরকার।

সোমবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা এই চিঠিকে উষ্ণ অভিনন্দন জানাই। আমরা মনে করি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই চিঠির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে এবং ভিন্নমাত্রায় পৌঁছাবে।’

তিনি বলেন, ‘গতকাল (রবিবার) মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনার ক্ষেত্রে আমাদের যে লক্ষ্য, সেটি পূরণে তারা আমাদের সঙ্গে একযোগে কাজ করবেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, রোহিঙ্গা সংকট  ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।’

হাছান মাহমুদ বলেন, ‘নতুন অংশীদারিত্বের কথা মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে লিখেছেন। সুতরাং, আমরা নতুন অংশীদারিত্ব চাই। আমাদের মধ্যে অংশীদারিত্ব আগে থেকে আছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা আগে থেকেই কাজ করছি।’ সেটিকে আরও দৃঢ় করার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্বস্তি ভাব কেটে গেছে কিনা, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো মনে করি অস্বস্তি থাকার আর কোনও কারণ নেই। ’

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার (৪ ফেব্রুয়ারি) ওই চিঠি মার্কিন দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।

চিঠির বার্তা

অত্যন্ত দক্ষতার (কেয়ারফুলি ড্রাফটেড) সঙ্গে লেখা ওই চিঠিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের নতুন অধ্যায়ের কথা বলা হয়েছে। সহযোগিতার ক্ষেত্রগুলোর প্রথমে উল্লেখ রয়েছে ‘আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার’ বিষয়টি। এছাড়া সহযোগিতার আরেকটি ক্ষেত্র হচ্ছে, রোহিঙ্গা উদ্বাস্তু এবং শেষ দিকে অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের অভিন্ন লক্ষ্যের কথা বলা হয়েছে। এর মাঝে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানিসহ অন্যান্য সহযোগিতা।

আরও পড়ুন:

শেখ হাসিনাকে বাইডেনের চিঠি: একসঙ্গে কাজ করার আগ্রহ

শেখ হাসিনাকে বাইডেনের চিঠি কী বার্তা দিচ্ছে

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের তাগিদ
দুই মার্কিন কর্মকর্তার ঢাকা সফর, গুরুত্ব পেতে পারে আঞ্চলিক নিরাপত্তা
শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র 
সর্বশেষ খবর
বিএসএফ’র বিরুদ্ধে বাংলাদেশীকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিএসএফ’র বিরুদ্ধে বাংলাদেশীকে পিটিয়ে হত্যার অভিযোগ
শেষ দিকের গোলে বায়ার্নকে হারালো ইন্টার
শেষ দিকের গোলে বায়ার্নকে হারালো ইন্টার
প্লাস্টিক দূষণ রোধে দক্ষিণ এশীয় ঐক্যের ডাক দিলো বাংলাদেশ
কলম্বো রিজিওনাল হাইলেভেল রাউন্ডটেবিল বৈঠকপ্লাস্টিক দূষণ রোধে দক্ষিণ এশীয় ঐক্যের ডাক দিলো বাংলাদেশ
রিয়ালকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
রিয়ালকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
সর্বাধিক পঠিত
বুঝলাম না আমি কোন পক্ষের লোক: আদালতে তুরিন আফরোজ
বুঝলাম না আমি কোন পক্ষের লোক: আদালতে তুরিন আফরোজ
বিমানবন্দরে চিঠি পাঠিয়ে মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ‘অব্যাহতি’
বিমানবন্দরে চিঠি পাঠিয়ে মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ‘অব্যাহতি’
দেশের দুই থানার নাম পরিবর্তন
দেশের দুই থানার নাম পরিবর্তন
শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র 
শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র 
বাটা শোরুম থেকে লুট করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন, আটক ১৪
বাটা শোরুম থেকে লুট করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন, আটক ১৪