X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

নির্বাচনি প্রতীক বরাদ্দ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:১৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:১৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে দেশের সব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম। সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল পৌনে ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা তাদের দলীয় প্রতীক পাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীকের মধ্যে বাছাই করে যেকোনও একটি নিতে পারেন। অবশ্য কোনও একটি নির্দিষ্ট প্রতীক একাধিক প্রার্থীর পছন্দ হলে সে ক্ষেত্রে লটারির মাধ্যমে তা চূড়ান্ত করা হয়।

আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-৪ আসন দিয়ে প্রতীক বরাদ্দ শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। আজ ঢাকা-৪ থেকে ঢাকা-১৮—এই ১৫টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

এর মধ্যে ঢাকা-৪ আসনে ৯ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে দুজন স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন ট্রাক ও মো. মনির হোসেন স্বপন ঈগল প্রতীক পেয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের সানজিদা খানম নৌকা, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন হাতঘড়ি, তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল ডাব, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সালেহ আহমেদ সোহেল ছড়ি, জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল, ইসলামী ঐক্য জোটের শাহ আলম মিনার প্রতীক পেয়েছেন।

ঢাকা-৫ আসনে ১২ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাদের মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল ট্রাক, মো. কামরুল হাসান ঈগল প্রতীক পেয়েছেন। লটারির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আসনটিতে এই দুই প্রার্থী ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের হারুনুর রশিদ মুন্না নৌকা, ইসলামিক ঐক্য ফ্রন্টের আবু জাফর মো. হাবিবুল্লাহ চেয়ার, ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের এস এম লিটন টেলিভিশন, তৃণমূল বিএনপির মো. আবু হানিফ সোনালী আঁশ, ইসলামী ঐক্য জোটের আব্দুল কায়ুম মিনার, ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান আম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোশাররফ হোসেন মিয়া একতারা, বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম ডাব, বাংলাদেশ জাতীয় পার্টির মো. সারওয়ার খান কাঁঠাল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন ছড়ি প্রতীক পেয়েছেন।

ঢাকা-৬ আসনে কোনও স্বতন্ত্র প্রার্থী নেই, দলীয় প্রার্থী ছয় জন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন নৌকা প্রতীক পেয়েছেন। তবে তিনি প্রতীক নিতে নিজে আসেনি, প্রতিনিধিও পাঠাননি। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, তার প্রতিনিধি যখন আসবেন, তখন প্রতীক দেওয়া হবে। এই আসনে ন্যাশনাল পিপলস পার্টির হামিদুর রেজা খান ভাসানী আম, তৃণমূল বিএনপির কাজী সিরাজুল ইসলাম সোনালী আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন ছড়ি, গণফ্রন্টের আমিনুল ইসলাম সরকার মাছ, ইসলামী ঐক্যজোটের রবিউল আলম মজুমদার মিনার, জাতীয় পার্টি-জেপির সৈয়দ নাজমুল হুদা বাইসাইকেল প্রতীক বরাদ্দ পেয়েছেন। 

ঢাকা-৭ আসনে কোনও স্বতন্ত্র প্রার্থী নেই, এই আসনে দলীয় ৬ জন প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান সেলিম নৌকা প্রতীক পেয়েছেন। তিনি নিজে আসেননি, তবে প্রতিনিধি পাঠিয়ে প্রতীক বুঝে নিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নূরজাহান বেগম ছড়ি, বাংলাদেশ সুপ্রীম পার্টির আফসার আলী একতারা, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির মাসুদ পাশা আম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারি মশাল প্রতীক পেয়েছেন।

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
‘সীমাবদ্ধতা থাকলেও প্রবাসীদের ভোটাধিকার কার্যক্রম শুরু করতে হবে’
আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে: সিইসি
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
টেনেহিঁচড়ে নারীকে আহত: আদালতের স্বপ্রণোদিত মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
টেনেহিঁচড়ে নারীকে আহত: আদালতের স্বপ্রণোদিত মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
বিদ্যুতায়িত গেট ছুঁয়ে প্রাণ গেলো হোটেল কর্মচারীর
বিদ্যুতায়িত গেট ছুঁয়ে প্রাণ গেলো হোটেল কর্মচারীর
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় নিয়োজিত চিকিৎসক দলকে সংবর্ধনা
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় নিয়োজিত চিকিৎসক দলকে সংবর্ধনা
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়