চলতি ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর— এই তিন মাসে মন্ত্রিসভার মোট চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৬৪টি।
সোমবার (২৩ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত তিন মাসে (জুলাই থেকে সেপ্টেম্বর) মোট চারটি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৬৪টি।
তিনি বলেন, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ১৪০টি আইন, ছয়টি অধ্যাদেশ পাস হয়েছে। সংসদে কিছু আইন পেন্ডিং আছে। সরকারের এ মেয়াদে সেগুলো পাস হবে বলে আমরা আশা করছি।