X
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

সংসদের ২৫তম অধিবেশন বসছে রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১৭:২৬আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৮:২১

জাতীয় সংসদের ২৫তম অধিবেশন বসছে রবিবার (২২ অক্টোবর)। এটি হবে চলতি একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। ওইদিন বিকাল ৪টায় অধিবেশন শুরু হবে। এ অধিবেশন ৫ কার্যদিবস চলতে পারে৷ অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ২৪তম অধিবেশন শেষ হয়।

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তাই সাধারণত দুই মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়। তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের শেষে কিংবা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে। ২০২৪ সালের ২৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন বসেছিল।

সচিবালয়ের সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাজাহান কামাল, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ উকিল আব্দুস সাত্তার এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে প্রথম দিনের বৈঠক মুলতবি করা হবে। রেওয়াজ অনুযায়ী, চলতি সংসদের কোনও এমপি মারা গেলে তার জন্য আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবি করা হয়।

সংসদ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, চলতি অধিবেশনে উত্থাপন ও পাসের জন্য প্রায় দুই ডজন বিল অপেক্ষমান রয়েছে। এর মধ্যে বেশকিছু বিল পাস হবে বলে জানা গেছে। তবে উত্থাপিত কোনও বিল পাস না হলে এবং চলতি সংসদের অন্য কোনও অধিবেশন না হলে সেগুলো তামাদি হবে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
অন্তর্বর্তীকালীন সরকার, আইন কী বলে
প্রধানমন্ত্রীর লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলে: পঙ্কজ নাথ
সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নট্রানজিট তো অলরেডি দেওয়া আছে, ক্ষতিটা কী হচ্ছে?
সর্বশেষ খবর
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়
দক্ষিণ সুদানের সব ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
দক্ষিণ সুদানের সব ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি
ঈদ শেষ, আবার মলিন মুখ সদরঘাটের ব্যবসায়ীদের
ঈদ শেষ, আবার মলিন মুখ সদরঘাটের ব্যবসায়ীদের
সর্বাধিক পঠিত
গরু-ছাগলের চামড়া দিয়ে তৈরি হচ্ছে শিরিষ আঠা
গরু-ছাগলের চামড়া দিয়ে তৈরি হচ্ছে শিরিষ আঠা
দুই ব্রিটিশ এমপিকে আটক করেছে ইসরায়েল
দুই ব্রিটিশ এমপিকে আটক করেছে ইসরায়েল
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
আ.লীগপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন
আ.লীগপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন
যে কারণে সুনাম হারাচ্ছে গ্রিন-ক্লিন-হেলদি সিটি রাজশাহী
যে কারণে সুনাম হারাচ্ছে গ্রিন-ক্লিন-হেলদি সিটি রাজশাহী