দেশীয় ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ১৮তম জাতীয় ফার্নিচার মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফইএ) আয়োজিত এ মেলা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা টিকিটে মেলা পরিদর্শন করতে পারবেন ক্রেতারা। মেলায় ৩০টি আসবাবপত্র তৈরি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল রয়েছে। এতে ফার্নিচারের পাশাপাশি ঘরের আনুষঙ্গিক জিনিসপত্রও বিক্রি হচ্ছে।
জাতীয় ফার্নিচার মেলায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ফার্নিচার শিল্পে আমাদের তত বেশি দক্ষ কারিগর তৈরি না হলেও যে মানের ফার্নিচার ব্যবসায়ীরা তৈরি করছেন তাতে তাদের ধন্যবাদ জানাই। গত ১০-১২ বছরের এই শিল্পে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। মানের দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে, ডিজাইনে দিক দিয়ে এসেছে এই পরিবর্তন। দেশে মধ্যবিত্ত থেকে শুরু করে ধনী শ্রেণিসহ সবার জন্যই ফার্নিচার তৈরি হচ্ছে। এটা খুব ভালো বিষয়।’
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন– রফতানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও সিইও এএইচএম আহসান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআই’র (বিএফইএ) সভাপতি ড. কে এম আকতারুজ্জামান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার, সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান ও মেলা কমিটির আহ্বায়ক শেখ আব্দুল আউয়াল প্রমুখ।