X
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

নির্বাচনের পরিবেশ তো দেখি সব ঠিকঠাক আছে: ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৬:৩৪আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৭:৫২

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ঠিকঠাক আছে। আগামী নভেম্বরেই তফসিল ঘোষণা হবে। রবিবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মো. আলমগীর বলেন, ‘মিনিমাম ৪৫ দিন সময় ধরে নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে। তবে ঠিক কোন সপ্তাহে তা এখনও আলোচনা হয়নি।’

ভোটের পরিবেশ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী আমরা তো দেখি সব ঠিকঠাক আছে।’

তিনি বলেন, ‘সংবিধানে ইসিকে দায়িত্ব দেওয়া আছে— চলমান সংসদের মেয়াদপূর্তির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী ক্ষণ গণনা করে আমরা যাবতীয় কার্যক্রম শেষ করছি।’

মো. আলমগীর বলেন, ‘বিদেশি পর্যবেক্ষক আসার জন্য যে প্রচেষ্টা, তা আমরা শুরু করে দিয়েছি। এটা এখন বিভিন্ন দেশ থেকে যারা আসবেন, এতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে প্রয়োজনীয় যে যোগাযোগ ব্যবস্থা করার দরকার, সেগুলো আমরা করবো। এটা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। যেকোনও দেশ থেকে যেন আসতে পারে। আমরা সার্কভুক্ত দেশ, ফেমবোসার ৩০ থেকে ৩৫ জনকে দাওয়াত দেবো। তাদের সব ব্যয় আমরা বহন করবো। আর অন্য বিদেশি পর্যবেক্ষক যারা আসবে, তাদের শুধু আমরা অনুমোদন দেবো।’

ব্যালট পেপার ভোটের আগের দিন বা ভোটের দিন সকালে দেওয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে সাবেক এই ইসি সচিব বলেন, ‘এটা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে যেখানে সকালে দেওয়া সম্ভব, সেখানে সকালে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। যেগুলোতে সকালে পাঠানো সম্ভব হবে না, সেখানে আগের দিন পাঠানো হবে। সিদ্ধান্ত হবে তফসিলের সময়।’

তফসিলের পর যেন কাউকে গ্রেফতার না করা হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের এমন বক্তব্যের প্রসঙ্গে মো. আলমগীর বলেন, ‘রাজনৈতিক মামলার বিষয়ে সিইসি সেদিন যা বলেছেন, এটা আসলে প্রসঙ্গক্রমে বলেছেন। আমাদের বিষয়টা হচ্ছে— তফসিল ঘোষণা পরে যেন কোনও রাজনৈতিক হয়রানি করা না হয়। কারও বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থেকে থাকে, কারও বিরুদ্ধে যদি গ্রেফতারযোগ্য অভিযোগ থেকে থাকে, আদালতের নির্দেশে গ্রেফতার করতে পারবে। কিন্তু উনি যেটা মিন করেছেন, রাজনৈতিক কারণে কাউকে যেন গ্রেফতার না করে তফসিল ঘোষণার পর। গ্রেফতার যদি করতেই হয়, সেটা যেন তফসিলের আগেই করা হয়। তফসিলের আগে যদি কোনও মামলা না থাকে এবং ক্রিমিনাল অফেন্স করেনি— তারপরও কাউকে গ্রেফতার করা হলে কমিশন  সেটা বিচার-বিশ্লেষণ করবে। সেই হিসেবে কমিশনের কোনও বক্তব্য বা সাজেশন থাকলে সরকারকে দেবে।’ অন্য এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘পুরনো মামলা, যদি ক্রিমিনাল মামলা থাকে, চুরি, ডাকাতি, খুন, খারাপি, মারামারি এগুলো আগে থেকেই থাকে... এখন আমরা তফসিল ঘোষণা করলাম, তারপর মামলা দিলেন— ওই রকম বিষয় যেন না হয়, সে বিষয়ে সিইসি অনুরোধ করেছেন।’

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমরা পুলিশের দায়িত্ব পালন করি না। বলতে পারবো না মাঠে কী হয়েছে। আমরা যেটা দেখবো সেটা হলো— ওই সময় যেন রাজনৈতিক কোনও মামলা না হয়। কারও বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স থাকলে তিনি (সিইসি) যেটা মিন করেছেন, সেটা তফসিলের আগে কেন গ্রেফতার করলেন না। অবশ্যই যদি দেখি, আগে গ্রেফতার করা হয়নি, এখন তফসিল ঘোষণার পর করা হচ্ছে, সেটা আমরা বলবো ফলাফলের পর করতে।’

ডিসি, এসপিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যেন ডিসি, এসপিরা নিরপেক্ষভাবে কাজ করেন, সেটা বলা হয়েছে। আমাদের নির্দেশনা অমান্য করেছে— এমন তো পাইনি এতদিন যত নির্বাচন করেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের ছাড় দেইনি।’

দলীয় সরকারের অধীনে ভোট, নিয়ন্ত্রণ তাহলে আপনাদের— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, রিটার্নিং অফিসাররা (ডিসি) তো আমাদের নিয়ন্ত্রণেই থাকবে।’ বিএনপি না এলে কি খারাপ লাগবে— এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা চাই সবাই নির্বাচনে আসবে। আমরা সুষ্ঠু নির্বাচন করে আসছি। আগামীতেও সুষ্ঠু নির্বাচন করবো।’

মো. আলমগীর বলেন, ‘সেনাবাহিনী তো আমাদের আগের সবগুলো জাতীয় নির্বাচনেই মোতায়েন হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে কতদিন থাকবে সেই আলোচনা হয়নি।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে: সিইসি
রংপুরে সারজিস আলম৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, জনগণের ভোটে সংসদে যেতে চাই আমরা
প্রতারণা রোধে ফেসবুকে সচেতনমূলক প্রচার চালাবে ইসি
সর্বশেষ খবর
মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে এলে নীতি সুদহার কমানো হবে: আইএমএফকে বাংলাদেশ ব্যাংক 
মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে এলে নীতি সুদহার কমানো হবে: আইএমএফকে বাংলাদেশ ব্যাংক 
রংপুরে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ৬ বিএনপি নেতাকে বহিষ্কার
রংপুরে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ৬ বিএনপি নেতাকে বহিষ্কার
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়
দক্ষিণ সুদানের সব ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
দক্ষিণ সুদানের সব ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
গরু-ছাগলের চামড়া দিয়ে তৈরি হচ্ছে শিরিষ আঠা
গরু-ছাগলের চামড়া দিয়ে তৈরি হচ্ছে শিরিষ আঠা
দুই ব্রিটিশ এমপিকে আটক করেছে ইসরায়েল
দুই ব্রিটিশ এমপিকে আটক করেছে ইসরায়েল
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
আ.লীগপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন
আ.লীগপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন
যে কারণে সুনাম হারাচ্ছে গ্রিন-ক্লিন-হেলদি সিটি রাজশাহী
যে কারণে সুনাম হারাচ্ছে গ্রিন-ক্লিন-হেলদি সিটি রাজশাহী