চলতি বছরের ১২ নভেম্বর থেকে চালু হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ঢাকা-কক্সবাজার রেল সংযোগ প্রকল্প। এদিন এই প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ তথ্য দেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ‘দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সময় দিয়েছেন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থেকে এ পথে ট্রেন চলাচল উদ্বোধন করবেন।’
এ সময় নতুন রেললাইন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দ্রুত ও নির্বিঘ্নে ট্রেন চলাচল নিশ্চিত করবে বলে জানান তিনি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে ঢাকা-কক্সবাজার পর্যন্ত ট্রেন সার্ভিসের জন্য ট্রেনের সময়সূচি তৈরি করে রেল ভবনে প্রস্তাব পাঠানো হয়েছে।
এর মধ্যে প্রথম প্রস্তাব অনুযায়ী (ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন নম্বর-১) ঢাকা থেকে রাত ৮টা ১৫ মিনিটে একটি ট্রেন কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ৩০ মিনিটে। ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল ১০টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।
দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী (ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন নম্বর-২) ঢাকা থেকে ট্রেনটি রাত ১১টা ৫০ মিনিটে ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে সকাল ৯টা ৩০ মিনিটে। ফিরতি পথে একই ট্রেন কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছবে রাত ১০টায়।
উল্লেখ্য, ২০১১ সালের এপ্রিলে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুটি বাংলাদেশি ও দুটি চায়না প্রতিষ্ঠান মিলে প্রকল্পটি বাস্তবায়ন করছে।