X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়: যুক্তরাষ্ট্র-কানাডার কড়া সমালোচনা পররাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৩, ১৯:৫৫আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২০:২২

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশগুলো মানবাধিকার ও আইনের শাসনের কথা বললেও তারা ‘বেআইনি লোককে আশ্রয় দিয়ে রেখেছে’ বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১ আগস্ট) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বঙ্গবন্ধুর পরিবারের ১৬ সদস্যের নামে ১৬টি গাছ লাগানো উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তিনি এসময় বলেন, ‘এখনও বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন দেশে লুকিয়ে আছে। আমরা দুটি কেস জানি। একজন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে এবং আরেকজন কানাডায় আছে। বাকি তিন জনের খবর আমরা জানি না।’

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা যে দেশে রয়েছে তারা মানবিকতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, কিন্তু খুনিদের আশ্রয় দেওয়াটা তাদের জন্য লজ্জার বিষয়– উল্লেখ করে তিনি বলেন, ‘তারা যে কথাগুলো বলে তার সঙ্গে এটা মেলে না।’

‘খুনিগুলো দিব্যি ঘুরে বেড়াচ্ছে ওইসব সরকারের প্রটেকশনে, এটি খুবই দুঃখজনক এবং হতাশাজনক’, বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘আমরা তাদের জানিয়েছি এরা কী ধরনের খুনি। তারা জানতে চেয়েছে। খুনিদের বিরুদ্ধে বিচার হয়েছে এবং বিচারের সামগ্রিক প্রক্রিয়া আমরা তাদের জানিয়েছি। এত কিছু করার পরেও তাদের ন্যায়বিচার পাওয়ার জন্য এখনও আমাদের হাতে তুলে দেয়নি। এটি ওইসব দেশের জন্য লজ্জা এবং আমাদের জন্য দুঃখ। আমরা আশা করি তাদের বিবেক বাড়বে।’

উল্লেখ্য, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নুর চৌধুরী কানাডায় আশ্রয় নিয়ে বসবাস করছেন বলে জানা যায়।

আমেরিকা পাশ কাটিয়ে যাচ্ছে

‘আমেরিকা কোনোদিন বলে না যে তারা বঙ্গবন্ধুর খুনিকে ফেরত পাঠাবে না। কিন্তু তারা বলেছে যে এটি কোর্টে আছে। অ্যাটর্নি জেনারেলের কাছে আছে। অ্যাটর্নি জেনারেলের অফিস আমাদের কাছে কিছু তথ্য চেয়েছিল, কীভাবে বিচার হয়েছিল সেটির প্রক্রিয়া জানতে চেয়েছিল। আমাদের বিচারটি খুব স্বচ্ছ হয়েছে এবং আমরা সব তথ্য জানিয়েছি’, জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আমরা যখনই সেক্রেটারি ব্লিনকেনকে (যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন) জিজ্ঞাসা করি কেসটার অবস্থা কী, তারা তখন বলে এটি অ্যাটর্নি জেনারেলের কাছে। এই করে তারা পাশ কাটিয়ে যাচ্ছে। আবার অ্যাটর্নি জেনারেলের অফিসের সঙ্গে আমাদের কোনও অ্যাপয়েন্টমেন্ট দেয় না।’

এটি খুবই দুঃখজনক যে আমেরিকার মতো দেশ যেখানে আইনের শাসন বলবৎ আছে, যারা আইনের শাসনের জন্য সবসময় সোচ্চার– এরকম একটি দেশ একজন খুনিকে আশ্রয় দিয়ে রাখছে বলে তিনি মন্তব্য করেন।

কোর্টের আদেশ মানছে না কানাডা

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিরা দেশে ফেরত আসার পরে ক্ষমা চাইতে পারে। কিন্তু কানাডা বলে, যেসব দেশে ফাঁসির হুকুম আছে সেসব দেশে তারা পাঠাবে না। আবার খুনির অবস্থান কী, অর্থাৎ সে কানাডার নাগরিক কিনা, সেটিও তারা ঠিক করে বলে না।

তিনি বলেন, ‘কোর্ট যদিও তাদের আদেশ করেছে… কিন্তু সেটি তারা বলে না। সেটি তারা লুকিয়ে রেখেছে, প্রটেকশন দিয়ে রেখেছে।’

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
অস্ত্র রফতানিতে মার্কিন বিধি শিথিলের নিন্দা উ. কোরিয়ার
ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা: তৃতীয় দফার বৈঠক পরের সপ্তাহে
যুক্তরাষ্ট্রজুড়ে আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভ
সর্বশেষ খবর
ছয় দফা দাবিতে আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
ছয় দফা দাবিতে আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠিত
আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠিত
ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আদালতের সামনে অবস্থান
ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আদালতের সামনে অবস্থান
‘নারী বিচারকের সংখ্যা বৃদ্ধি ন্যায়বিচারের অভিগম্যতা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ’
‘নারী বিচারকের সংখ্যা বৃদ্ধি ন্যায়বিচারের অভিগম্যতা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ’
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা