X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

চার হাজার কোটি টাকা নির্বাচনি বাজেট চায় ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৮

আগামী অর্থবছরে (২০২৩-২৪) তিন হাজার ৯৫৪ কোটি ৫০ লাখ টাকা নির্বাচনি বাজেট চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদসহ স্থানীয় পরিষদ নির্বাচনে এ টাকা ব্যয় হবে। নির্বাচনসহ ইসির অন্যান্য খাত মিলিয়ে আগামী অর্থবছরে পাঁচ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ চাওয়া হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ইসির এ বরাদ্দ চাওয়া হয়। ওই বৈঠকে ইসির সচিব মো. জাহাংগীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। যদিও অর্থ মন্ত্রণালয় ওই টাকা দেওয়ার বিষয়ে সম্মতি দেয়নি। এ পরিমাণ টাকা চাওয়ার বিষয়ে যৌক্তিকতা দেখাতে ইসিকে অনুরোধ জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিস অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, জাতীয় সংসদ, উপজেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন আয়োজনের জন্য আগামী অর্থবছরের বাজেটে ৩ হাজার ৯৫৪ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। তিনি বলেন, ‘আগামী অর্থবছরে নির্বাচন কমিশনের বাজেট নিয়ে অর্থমন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা যে টাকা চেয়েছি, তা আরেকটু পরীক্ষা নিরীক্ষা করতে বলা হয়েছে। কোন কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দিতে বলেছে মন্ত্রণালয়।’

তিনি বলেন, ‘এটি একটি বড় বরাদ্দ। সেই জন্য হঠাৎ করে এই বিষয়ে সদ্ধিান্ত নেওয়া যাচ্ছে না। অর্থ মন্ত্রণালয়ের একটি সীমাবদ্ধতা আছে। আগামী অর্থবছরের জন্য নির্বাচনি ব্যয় ইভিএম মেরামতসহ এই টাকা চাওয়া হয়েছে। তা না-হলে বাজেট আরেও কম ছিল।’ তিনি আরও বলেন, ‘কমিশনের সঙ্গে বৈঠক করে তারপর আবারও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। যাচাই-বাছাই করে টাকা কমানোর কোনেও খাত আছে কিনা সেটি দেখে সমন্বয় করা হবে।’

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
সংস্কারের জন্য অপেক্ষা নয়, ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি: সিইসি
ডিসেম্বরের আগে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দেন: ফারুক
নির্বাচন দ্রুত দেওয়ার লক্ষণ দেখি না: মির্জা আব্বাস
সর্বশেষ খবর
ইসরায়েলের হামলায় গাজায় ২৬ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলের হামলায় গাজায় ২৬ ফিলিস্তিনি নিহত
বিচারক, চিকিৎসক ও সিআইডির নামে প্রতারণার অভিযোগে তিন ভাই গ্রেফতার
বিচারক, চিকিৎসক ও সিআইডির নামে প্রতারণার অভিযোগে তিন ভাই গ্রেফতার
সবাইকে কোরআনের দিকেই ফিরতে হবে: গণসংযোগে জামায়াত আমির
সবাইকে কোরআনের দিকেই ফিরতে হবে: গণসংযোগে জামায়াত আমির
রাস্তায় হামলার শিকার, পেটে-হাতে সেলাই নিয়ে পরীক্ষাকেন্দ্রে দুই এসএসসি পরীক্ষার্থী
রাস্তায় হামলার শিকার, পেটে-হাতে সেলাই নিয়ে পরীক্ষাকেন্দ্রে দুই এসএসসি পরীক্ষার্থী
সর্বাধিক পঠিত
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন