X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

মার্কিন রাষ্ট্রদূতের শাহীনবাগে যাওয়ার খবর কে প্রচার করলো, জানতে চান পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২২, ২০:৪৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ২১:০০

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বুধবার সকালে রাজধানীর শাহীনবাগে বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান এবং পরবর্তীতে নিরাপত্তা জনিত কারণে চলে আসতে বাধ্য হন। এরপর জরুরি ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী জানতে চেয়েছেন, রাষ্ট্রদূতের শাহীনবাগে যাওয়ার খবর কে প্রচার করলো।

বুধবার (১৪ ডিসেম্বর) রাতে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আজ জরুরি ভিত্তিতে তিনি (পিটার হাস) সাক্ষাৎ করেন। তিনি বললেন, এক বাসায় গিয়েছিলেন এবং সেখানে অনেক লোক ছিল।’

মন্ত্রী বলেন, তার নিরাপত্তাকর্মীরা তখন তাকে জানান তিনি যেন তাড়াতাড়ি সেখান থেকে চলে যান। কারণ, তারা (শাহীনবাগে সাজেদুল ইসলাম সুমনের বাসার সামনে যারা হট্টগোল করে) তার গাড়ি ব্লক করে দেবে। নিরাপত্তা অনিশ্চয়তার কারণে তিনি তাড়াতাড়ি চলে গেছেন এবং এ ঘটনায় তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন বলে জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বললাম যে আপনাদের নিরাপত্তা দেবো। আপনি যদি অধিকতর নিরাপত্তা চান সেটি আমরা দেবো। তবে আমি জিজ্ঞাসা করলাম, আপনি সেখানে যাবেন সেটি কে প্রচার করলো। কারণ, আমরা তো এ বিষয়টি জানি না। পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না এবং আপনি আমাদের জানাননি। তথ্যটি লিক করলো কে জানতে চাইলে তিনি উত্তর দিতে পারেননি। তিনি একটু দুশ্চিন্তায় আছেন। বলেছি, আমি মিডিয়াকে আটকাতে পারবো না। আমাদের দেশের মিডিয়া খুব সোচ্চার। আমি তাদের কোথাও বাধা দিতে পারবো না। ওখানে লোকজন গেছে, সেটিতেও বাধা দিতে পারবো না। আমি যেটা পারবো সেটি হচ্ছে, আপনার নিরাপত্তার জন্য তাদের দূরে সরিয়ে রাখতে পারবো।

মন্ত্রী বলেন, কেউ যদি আপনার ওপর আক্রমণ করে থাকে বা আপনার লোকদের ওপর হামলা হয়, তাহলে আমি তাদের গ্রেফতার করতে পারবো। কিন্তু অন্যথায় কিছু করতে পারবো না বলে তিনি জানান।

বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে খবর প্রকাশের বিষয়ে তিনি বলেন, জাতিসংঘ একবার আমাদের খবর দিলো বাংলাদেশ থেকে ৭৬ জন নিখোঁজ হয়ে গেছে। তারা তালিকা দেওয়ার পরে ১০ জনের খোঁজ পাওয়া গেলো। ওই তালিকায় ভারতের দুই জন নাগরিকও আছে।

জাতিসংঘের মতো সংস্থা যাচাই না করে তথ্য দিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি জানান, যারা এ কাজটি করেছে তাদের চাকরি চলে যাওয়া উচিত।

আরও পড়ুন-

জিয়ার আমলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মার্কিন রাষ্ট্রদূতের কাছে

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির ভূমিকা জনগণের কাছে প্রশংসিত: আলী রীয়াজ
ইউক্রেন ও ইরান ইস্যুতে বৈঠক করতে প্যারিস যাচ্ছেন শীর্ষ মার্কিন কর্মকর্তা
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি
সর্বশেষ খবর
রাইস জানতেন রিয়ালকে হারাতে পারবে আর্সেনাল
রাইস জানতেন রিয়ালকে হারাতে পারবে আর্সেনাল
পিরোজপুরে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার
পিরোজপুরে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার
ডিম-মুরগির দামে ‘করপোরেট কারসাজি’, মে থেকে প্রান্তিক খামার বন্ধের ঘোষণা
ডিম-মুরগির দামে ‘করপোরেট কারসাজি’, মে থেকে প্রান্তিক খামার বন্ধের ঘোষণা
ছয় বছরের শিশু ধর্ষণ: যুবকের ১০ বছরের কারাদণ্ড
ছয় বছরের শিশু ধর্ষণ: যুবকের ১০ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প
চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প