X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২২, ২১:৫৫আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ২২:০১

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। সোমবার(৩ অক্টোবর) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৪ অক্টোবর রাত ১টা ৩৫ মিনিট) বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর- আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিহত তিন শান্তিরক্ষী হলেন সেনাসদস্য জসিম উদ্দিন, সেনাসদস্য জাহাংগীর আলম ও সেনাসদস্য শরিফ হোসেন। জসিমের বয়স বয়স ৩১ বছর। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কাটিঙ্গায়। জাহাংগীর আলম (২৬) নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ টিট পাড়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে সৈনিক শরিফ হোসেনের (২৬) বাড়ি  সিরাজগঞ্জের বেলকুচির থানার বাড়াক রুয়া গ্রামে।

আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আইএসপিআর জানায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিম সেক্টরে বোয়ার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৮) গত বছরের ৯ নভেম্বর থেকে শান্তিরক্ষায় নিয়োজিত। দুর্গম এলাকায় মোতায়েন অন্যতম অস্থায়ী ক্যাম্প কুই হতে পরিচালিত যান্ত্রিক টহলের একটি দল মেজর আশরাফের নেতৃত্বে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় কাইতা এলাকায় টহলে যায়।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে সেখান থেকে ফেরার সময় টহল কমান্ডার মেজর আশরাফকে বহনকারী প্রথম গাড়িটি মাটিতে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে পরে। এতে গাড়িটি প্রায় ১৫ ফুট দূরত্বে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সেনাসদস্য শরিফ, জাহাংগীর ও জসিম মারাত্মকভাবে আহত হন।

আহতদের  উদ্ধার করে বোয়ার-এ অবস্থিত মিনুসকা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিন সৈনিককে মৃত ঘোষণা করেন। অপর আহত শান্তিরক্ষী মেজর আশরাফুল হক চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল। শহীদ সেনাসদস্যদের মৃতদেহ দ্রুত দেশে আনার কার্যক্রম চলছে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা