X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২
প্রশাসনে নানামুখী জল্পনা-কল্পনা

চলতি বছর অবসরে যাবেন ২৪ সচিব

বিশেষ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৩৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চলতি বছর একসঙ্গে ২৪ জন সচিবের অবসরে যাওয়ার ঘটনা প্রশাসনের অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। স্বাধীনতার পর থেকে একসঙ্গে এ পর্যন্ত এতসংখ্যক কর্মকর্তা এক বছরের মধ্যে অবসরে যাননি।
জনপ্রশাসন কম্পিউটার কেন্দ্র (পিএসিসি‍) গত ৫ জানুয়ারি এ বছরের মধ্যে কতজন সচিব অবসরে যাবেন সেই তালিকা তৈরি করে। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের ওই তালিকা প্রশাসনের বিভিন্ন স্তরে পৌঁছার পর এটা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এই ২৪ সচিবের মধ্যে কারা চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন, কারা নতুন করে সচিব হবেন—প্রশাসনে এসব বিষয়ে আলোচনা হচ্ছে।
তবে এ ধরনের  অবসর প্রশাসনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন সাবেক ও বর্তমান আমলাদের অনেকেই। অবসরে যাওয়া কর্মকর্তাদের বেশির ভাগই ১৯৮২ বিসিএস ব্যাচের কর্মকর্তা, চাকরিতে যোগ দিয়েছিলেন ১৯৮৩ সালে।
এক বছরে ২৪ জন সচিব বদলি হওয়ায় জনপ্রশাসনে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে কিনা, জানতে চাইলে জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একসঙ্গে এত অভিজ্ঞ কর্মকর্তার একসঙ্গে চলে যাওয়ার বিষয়টি অস্বাভাবিক মনে হলেও প্রশাসনে এটি স্বাভাবিক প্রক্রিয়া। চাকরির মেয়াদ শেষ হলে সবাকেই যেতে হয়, আমাকেও তো যেতে হবে।’ এতে কোনো সংকট হবে বলে তিনি মনে করেন না।     
পিএসিসি সূত্র জানায়, সাধারণত বছরে ১০/১২ জন সচিব অবসরে যান। গত বছর এই সংখ্যা ছিল ১৯ জন। এবার তা ২৪ জন। এই মুহূর্তে প্রশাসনে সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তা আছেন ৭৯ জন। আর জনপ্রশাসনে মোট কর্মকর্তার সংখ্যা ৫ হাজার ৪৩৮ জন।
১৯৮২ বিশেষ বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদের গত ৬ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল)  যাওয়ার কথা ছিল। এটা বাতিল করে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
তাকে ১১ মাসের জন্য নিয়োগ দেওয়ার রহস্য নিয়ে প্রশাসনে ব্যাপক আলোচনা হচ্ছে। সাধারণত এক বা দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ১১ মাস দেওয়ার ফলে এ নিয়ে আলোচনা বেশি হচ্ছে।
এমনও বক্তব্য আসছে যে, জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে মুখ্যসচিব করার জন্য এভাবেই বর্তমান মুখ্যসচিবের মেয়াদ বাড়ানো হয়েছে। কামাল নাসের চৌধুরীর পিআরএলে যাওয়ার কথা এ বছরের ৩০ ডিসেম্বর। আর আবুল কালাম আজাদ যাবেন ১ ডিসেম্বর।
প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ধারণা হচ্ছে, আবুল কালাম আজাদের চুক্তি ১ ডিসেম্বর শেষ হওয়ার পর কামাল চৌধুরী ওই পদে নিয়োগ পেতে পারেন। ওই পদে এক মাস চাকরি করার পর তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে।
এই দুজন ছাড়াও এ বছর অবসরে যাবেন আরও ২২ সচিব। এদের মধ্যে খুঁটির জোর যার শক্ত তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন। এরা হলেন: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহবুব উর রহমান (১১ মার্চ), কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ (১৯ ফেব্রুয়ারি), তথ্য সচিব মরতুজা আহমদ (২২ ডিসেম্বর), সমাজকল্যাণ সচিব চৌধুরী মো. বাবুল হাসান (১৪ অক্টোবর), নৌ পরিবহন সচিব অশোক মাধব রায় (১৭ আগস্ট), ভিয়েতনামের রাষ্ট্রদূত মো. সাহাব উল্লাহ (১৫ জুলাই), পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ সফিকুল আজম (৩১ জানুয়ারি), পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য আহমেদ হোসেন খান (১১ মে), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার (৩১ ডিসেম্বর), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার (৮ ফেব্রুয়ারি), প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য বেগম শাহীন খান (১০ মার্চ), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ (৩১ আগস্ট), সরকারি কর্ম কমিশন-পিএসসির সচিব মো. নুরুন্নবী তালুকদার (৪ ফেব্রুয়ারি), বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এ টি এম মর্তুজা রেজা চৌধুরী (১৯ জানুয়ারি), বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ এম বদরুদ্দোজা (৩০ ডিসেম্বর), বাংলাদেশ লোক প্রশাসন একাডেমির রেক্টর এ কে এম আবদুল আউয়াল মজুমদার (২৯ ফেব্রুয়ারি), বিদ্যুৎ​ বিভাগের সচিব মনোয়ার ইসলাম (১৪ ডিসেম্বর), বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া (৩০ জুন), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী (৩০ ডিসেম্বর), মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব এম এ হান্নান (৩১ ডিসেম্বর), পরিকল্পনা কমিশনের সচিব তারিক-উল-ইসলাম (২৬ ডিসেম্বর) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক (১২ অক্টোবর)।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, সচিব পদে নিয়োগ কে পাবেন, সেটি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। বর্তমানে ৩৮৩ অতিরিক্ত সচিবের সবাই যেমন সচিব হবেন না, তেমনি সচিব পদে দায়িত্ব পালন করেও সবাই চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন না। এটা পেতে হলে মেধা, যোগ্যতা ছাড়াও সরকারের বিশ্ব​স্ততা প্রমাণ করতে হয়।
সাম্প্রতিক সময়ে প্রশাসনের একজন আলোচিত অতিরিক্ত সচিব সচিব হতে পারেননি ​সরকারের আস্থা হারানোর কারণে। ঢাকা জেলার সাবেক ওই জেলা প্রশাসক বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়ার বিষয়টি তদন্ত করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন এবং এ নিয়ে সরকারের শীর্ষ পর্যায় বিরক্ত হন। প্রশাসনে ওই প্রভাবশালী কর্মকর্তার সচিব না হওয়ার বিষয়টি খুবই আলোচিত।
/এপিএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চোখে গুলি করে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
চোখে গুলি করে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
হাসপাতালে ৬০ দশকের নায়ক জাভেদ
হাসপাতালে ৬০ দশকের নায়ক জাভেদ
স্ত্রীসহ সাবেক এমপি ওমর ফারুকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
স্ত্রীসহ সাবেক এমপি ওমর ফারুকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
কফিশপে মারধরের শিকার সেই কিশোরীর মানসিক সমস্যা আছে: দাবি পুলিশের
কফিশপে মারধরের শিকার সেই কিশোরীর মানসিক সমস্যা আছে: দাবি পুলিশের
সর্বাধিক পঠিত
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সৈয়দ মো. জিয়াউল হকের
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সৈয়দ মো. জিয়াউল হকের
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব