X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২
স্বপ্নের পদ্মা সেতু

দিনবদলের অপেক্ষায় ওপারের কৃষি

শফিকুল ইসলাম
০১ জুন ২০২২, ০৮:০০আপডেট : ০১ জুন ২০২২, ১৫:২৭

আর মাত্র ২৪ দিন। পদ্মা সেতু চালুর জন্য মুখিয়ে আছে ওপারের ২১ জেলা। সেতু চালুর পরপরই বদলে যেতে থাকবে অর্থনীতি। বিশেষ করে কৃষিতে নিঃসন্দেহে আসবে বৈপ্লবিক পরিবর্তন। সেতুর কারণে বাড়বে কৃষিপণ্যের উৎপাদন। দ্রুত স্থানবদল হবে সেসব পণ্য।

খোঁজ নিয়ে জানা গেলো, সেতু চালু হলে ফেরিঘাটে যারা হকারি করে জীবন চালাতেন, সেই নিম্ন আয়ের মানুষগুলোও নতুন বাজারের হাতছানিতে মনোযোগী হবে কৃষিতে।

এতে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা, বিশেষ করে ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুরে দেখা দেবে সবুজ বিপ্লব। 

খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর জেলার মানুষের মধ্যে এখন পরিবর্তনের উন্মাদনা। ‘সব হারানো’ অনেকে আবার গ্রামে ফিরে নতুন করে শুরু করতে চান জীবন। তারা থাকবেন পরিবারের সঙ্গে। শৈশবের চেনা মুখ, চেনা গাছপালা আর স্বজনদের সঙ্গে গল্প-আড্ডায় পার করতে পারবেন বাকি জীবন।

কর্মসংস্থান হিসেবে ছোট ব্যবসা বা কৃষিতেই মন দেওয়ার কথা ভাবছেন তারা। পদ্মা সেতুর কারণে ইতোমধ্যে সেখানকার জমির দাম বেড়েছে কয়েকগুণ। যে কারণে কিছু জমি বিক্রি করেও অনেকে জোগাতে পারবেন পুঁজি।

জানা গেছে, পদ্মা সেতুর কোলঘেঁষে থাকা ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুর জেলার মাটি মসলা জাতীয় ফসল চাষের উপযোগী। কৃষি বিভাগ জানিয়েছে, শরীয়তপুরের জাজিরাসহ আশপাশের এলাকায় বিস্তীর্ণ কৃষি জমি রয়েছে। সেখানে মূলত মসলা জাতীয় পণ্য ও শাকসবজির আবাদ হয়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব ও যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এতদিন কৃষকরা ন্যায্য দাম পেতেন না। সেতু চালু হলে এসব পণ্যের বাজার নিয়েও আর ভাবনায় পড়তে হবে না চাষিদের।

একই প্রভাব পড়বে পাশের জেলাগুলোয়ও। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝিনাইদহ, মাগুরা ও যশোরের কৃষিও ফুলেফেঁপে উঠবে বলে ধারণা করা হচ্ছে। জেলাগুলোর বিস্তীর্ণ চরে ধান চাষের পাশাপাশি দীর্ঘমেয়াদি কৃষিপণ্য চাষাবাদের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

তাদের মতে, বরিশালে ধান, শাকসবজি, নারিকেল, সুপারি, আমড়ার পাশাপাশি তেজপাতারও চাষ হয়। বাজারজাত সহজ হলে এসব অঞ্চলে বড় আকারে তেজপাতা চাষের কথা বিবেচনা করা হচ্ছে। বাড়বে নারিকেল ও সুপারির বাগানও।

অন্যদিকে মাগুরা ও ঝিনাইদহের মাটির গুণ বিচার করে কৃষিপণ্য বাছাই করে সেসব চাষাবাদে উৎসাহ দেওয়ার কথাও ভাবা হচ্ছে। যশোর ও ফরিদপুরের খেজুরের গুড়ের কদর আছে দেশজুড়ে। সেখানকার পরিত্যক্ত জমিতে বাণিজ্যিকভাবে খেজুর গাছ চাষ করার কথাও ভাবছে কৃষি বিভাগ।

এ বিষয়ে জানতে চাইলে বরিশালের কৃষি কর্মকর্তা রফিকুল আলম জানান, বরিশালে ধান, নারিকেল, সুপারির পাশাপাশি এখন তরমুজের চাষ হয়। এখানকার তরমুজ দক্ষিণাঞ্চলের চাহিদা পূরণ করছে। এতদিন এসব পণ্য রাজধানীতে পাঠানো ছিল দুঃসাধ্য। সেতু চালু হলে তা সহজ হয়ে যাবে। এমনটাই প্রত্যাশা এসব অঞ্চলের কৃষকদের।  

ফরিদপুরের কৃষি কর্মকর্তা রাজেন চন্দ্র সমদ্দার জানিয়েছেন, এলাকার অনেক মানুষ জীবনের প্রয়োজনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে। তাদের অনেকের বসতবাড়ি, ভিটে পরিত্যক্ত পড়ে আছে। পদ্মা সেতু চালু হলে অনেকে তাদের ভিটায় ফিরে কৃষিকাজ করে বাকি জীবন পার করার কথা ভাবছেন। সেক্ষেত্রে তাদের চাষাবাদে সহায়তাও দেওয়া হবে।

তিনি আরও জানান, খেজুরের গুড় তৈরিতে এখানকার মানুষ দক্ষ। বাণিজ্যিকভাবে গুড় উৎপাদনে সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সোহাগদল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ জানিয়েছেন, পদ্মা সেতুর ইতিবাচক প্রভাব আমাদের এখানেও পড়বে। এ অঞ্চলের কুটির শিল্প কৃষিপণ্যের ওপর নির্ভরশীল। সে কারণে এখানে নারিকেলের ছোবড়ার পণ্যের (পাপোস, দড়ি) চাহিদা বাড়বে। এ অঞ্চলের গাছের চারাও দ্রুত পৌঁছানো যাবে দেশের সর্বত্র।

উল্লেখ্য, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেবেন। এই সেতুকে ঘিরে ইতোমধ্যে আশপাশের জেলাগুলোতে শুরু হয়েছে শিল্পায়ন। চলছে বনায়নও।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে স্বস্তিতে বাড়ি ফিরছেন ২১ জেলার মানুষ
দক্ষিণে স্বস্তির ঈদযাত্রা: পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি ২৫ লাখ টোল আদায়
‘দক্ষিণবঙ্গের প্রবেশপথে’ যানবাহনের চাপ বাড়লেও বিড়ম্বনামুক্ত ঈদযাত্রা
সর্বশেষ খবর
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কোর শিক্ষা-প্রধানের সাক্ষাৎ
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কোর শিক্ষা-প্রধানের সাক্ষাৎ
পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ, ভিসা সেবা স্থগিত
পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ, ভিসা সেবা স্থগিত
রানা প্লাজা ট্র্যাজেডি: ক্ষতিপূরণ মামলা শুনানির অপেক্ষায় কেটে গেলো এক যুগ
রানা প্লাজা ট্র্যাজেডি: ক্ষতিপূরণ মামলা শুনানির অপেক্ষায় কেটে গেলো এক যুগ
মৌলভীবাজারে মাদ্রাসায় হামলা, আগ্নেয়াস্ত্রসহ আটক ৩
মৌলভীবাজারে মাদ্রাসায় হামলা, আগ্নেয়াস্ত্রসহ আটক ৩
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ