X
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২

নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৪

নওগাঁ ও ঠাকুরগাঁও জেলায় নতুন দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এ দুটি পাবলিক বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ আইন, ২০২২’ ও ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২’- এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পৃথক আইন দুটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এ নিয়ে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৫২টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ১০৮টি। 

আইনের খসড়ার বিষয়ে সচিব বলেন, প্রধানমন্ত্রী নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এ ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ’ আইনটি আজ মন্ত্রিসভায় আনা হয়।’

নওগাঁ-এর বিশ্ববিদ্যালয় স্থাপনের আইনটিতে ৫৬টি ধারা রয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এতে দেশের রাষ্ট্রপতি আচার্য বা চ্যান্সেলর হবেন। উনি স্বনামধন্য শিক্ষাবিদকে চার বছরের মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ দেবেন। দু’জন উপ-উপাচার্য ও একজন ট্রেজারার থাকবেন। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানে একটি তহবিল থাকবে, রেজিস্ট্রার অফিস থাকবে।’

খসড়া আইনে আরও বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও শিক্ষাক্রম পরিচালনার জন্য বিধি-প্রবিধি করে নিতে পারবেন।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁও সফরকালে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই এলাকায় কোনও বিশ্ববিদ্যালয় নেই, সেটি করা হবে। এ বিশ্ববিদ্যালয়েও রাষ্ট্রপতি আচার্য বা চ্যান্সেলর হবেন। তিনি স্বনামধন্য একজন শিক্ষাবিদকে চার বছরের মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ দেবেন। এখানেও দু-জন উপ-উপাচার্য ও একজন ট্রেজারার থাকবেন। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানে একটি তহবিল থাকবে, রেজিস্ট্রার অফিস থাকবে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শনিবার
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ কাঠামো প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের 
সর্বশেষ খবর
গত ১৭ বছর দেশের মানুষ কোনও উৎসব পালন করতে পারে নাই: শামা ওবায়েদ
গত ১৭ বছর দেশের মানুষ কোনও উৎসব পালন করতে পারে নাই: শামা ওবায়েদ
ওয়াংখেড়েতে রোহিতের নামে স্ট্যান্ড!
ওয়াংখেড়েতে রোহিতের নামে স্ট্যান্ড!
আদালতে বিচারকের সামনে পুলিশকে মারধর করলেন বিএনপির ৬ নেতাকর্মী
আদালতে বিচারকের সামনে পুলিশকে মারধর করলেন বিএনপির ৬ নেতাকর্মী
আশুলিয়ায় অ্যালুমিনিয়াম কারখানায় আগুন
আশুলিয়ায় অ্যালুমিনিয়াম কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
দিনব্যাপী আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
দিনব্যাপী আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
আউটসোর্সিং-কর্মীদের জন্য সুবিধা বাড়ালো অন্তর্বর্তী সরকার
আউটসোর্সিং-কর্মীদের জন্য সুবিধা বাড়ালো অন্তর্বর্তী সরকার
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার