X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সজাগ বাংলাদেশ

শেখ শাহরিয়ার জামান
১১ অক্টোবর ২০২১, ২২:১৪আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২২:১৪

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এসেছে। এ কারণে আফগানিস্তানের প্রতি বিশেষ নজর দিচ্ছে এই অঞ্চলের দেশগুলোসহ অন্যান্যরা। মধ্যপন্থী ও কট্টর তালেবানের মধ্যে দ্বন্দ্ব, আফগান জনগণের মৌলিক চাহিদা না মেটানো, ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক চাপের কারণে অস্বস্তিতে রয়েছে তালেবান। অন্যদিকে এক-তৃতীয়াংশ আফগান অভুক্ত থাকায় মানবিক বিপর্যয়ের আশংকা করছে আন্তর্জাতিক সম্প্রদায়।

এসব ঘটনায় দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে বাংলাদেশ বিশেষভাবে সজাগ, কারণ ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তালেবান যখন ক্ষমতায় ছিল তখন ঢাকার অভিজ্ঞতা ভালো ছিল না। এ প্রেক্ষাপটে আফগান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সজাগ এবং ‘ওয়েট অ্যান্ড সি’ নীতি গ্রহণ করেছে এবং একই সঙ্গে অপেক্ষা করছে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে আফগানিস্তান পরিস্থিতিকে বিবেচনা করছে।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ’জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব কে করবে এটি এখনও ঠিক হয়নি, কিন্তু এটি হলে আমাদের জন্য সুবিধা হতো।’

একই অবস্থান দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোরও। কারণ এ ধরনের কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘একটি পক্ষ চাইছে আফগানিস্তানকে বাদ দিয়ে সার্কের বৈঠক করতে এবং অন্য আরেকটি পক্ষ নতুন এ আফগান সরকারকে আমন্ত্রণ জানানোর কথা বলছে।’

বাংলাদেশের প্রতিক্রিয়া

তালেবান ক্ষমতা দখলের পর বাংলাদেশে তেমন কোনও প্রতিক্রিয়া বা তাৎপর্যপূর্ণ কোনও ঘটনা ঘটেনি।

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের এখানে কোনও প্রতিক্রিয়া বা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে কিনা বা অন্য কেউ এখান থেকে কোন ফায়দা নেওয়ার চেষ্টা করছে কিনা সে বিষয়ে নজরদারি রয়েছে। আমরা এখন পর্যন্ত প্রকৃতপক্ষে কোন কিছু দেখিনি বা শুনিনি।’

সাইবার স্পেসে অনেকে অনেক রকম কথাবার্তা বলে থাকে এবং সেগুলো মনিটর করা হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে এখন পর্যন্ত কোনও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা যাচ্ছে না বলে তিনি জানান।

তালেবানের প্রতিশ্রুতি

আফগান নাগরিকদের পূর্ণ অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান সরকার। পররাষ্ট্র সচিব বলেন, ’এখন দেখা দরকার ‑ নতুন সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো বাস্তবায়ন করছে কিনা বিশেষ করে নারী শিক্ষার বিষয়ে।’

তারা কি বার্তা দিতে চায় তা এখনও পরিষ্কার নয় এবং তাদের নিরাপত্তার বিষয়টি এখনও মাঝে মাঝে মনে হচ্ছে স্থিতিশীল নয় ‑ বলে তিনি জানান।

সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, আমরা জাতিসংঘের অন্যদের সঙ্গে বিষয়টি সমন্বয় করছি। আফগান জনগণের জন্য যদি কোনও সহযোগিতা প্রয়োজন হয় এবং সহযোগিতা যদি জাতিসংঘের অধীনে দেওয়া হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয় বলে তিনি জানান।

মাসুদ বিন মোমেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের অধীনে খাদ্য ও ওষুধ পাঠাতে বাংলাদেশ প্রস্তুত আছে।

/এমএস/
সম্পর্কিত
৮০ হাজার আফগানকে বিতাড়িত করেছে পাকিস্তান
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৯ মাত্রার ভূমিকম্প
বাংলাদেশ-পাকিস্তানের অমীমাংসিত ইস্যু মীমাংসার এখনই উপযুক্ত সময়
সর্বশেষ খবর
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় ও পাকিস্তানি সেনাদের গুলি বিনিময়
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় ও পাকিস্তানি সেনাদের গুলি বিনিময়
শান্তির জন্য ইউক্রেনকে সম্ভবত কিছু ভূখণ্ড ছাড়তে হবে: কিয়েভের মেয়র
শান্তির জন্য ইউক্রেনকে সম্ভবত কিছু ভূখণ্ড ছাড়তে হবে: কিয়েভের মেয়র
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
এবার লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা
এবার লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য