X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

তাপমাত্রা কিছুটা বেড়েছে, বেড়েছে কুয়াশাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২০, ১৯:২০আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২০:৫৯

তাপমাত্রা কিছুটা বেড়েছে, বেড়েছে কুয়াশাও গত তিনদিনের তুলনায় আজ সোমবার (২১ ডিসেম্বর) তাপমাত্রা কিছুটা বেড়েছে। কমে এসেছে শৈত্যপ্রবাহের প্রকোপ। আগামী দুই তিনদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। এতে আরও কমে আসবে শৈত্যপ্রবাহের তীব্রতা। তবে বাড়বে কুয়াশা। তবে সপ্তাহ শেষে আবারও শৈত্যপ্রবাহ আসছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, তাপমাত্রা কিছুটা বেড়েছে। আর কয়েকদিন বাড়বে। তাপমাত্রা বাড়লেও শৈত্যপ্রবাহ এখনও অনেক এলাকায় বিদ্যমান আছে। এটি আগামীকাল আরও কমে আসবে। তবে এই সময়ে বাতাসের প্রবাহ কম থাকায় বেড়ে যাবে কুয়াশার পরিমাণ। এরপর আগামী সপ্তাহে আবার কমে যাবে তাপমাত্রা। এ কারণেই আমরা এই মাসের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহের কথা বলেছি।
আবহাওয়া অধিদফতর জানায়, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, বদলগাছি, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল, তেঁতুলিয়া ও রাজারহাট অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি কমে আসতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৫ ডিগ্রি। গতকাল ছিল তেঁতুলিয়ায় ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন অর্থাৎ শনিবার ছিল রংপুর বিভাগের রাজারহাটে ৬ দশমিক ৬। এছাড়া গতকাল ঢাকায় ছিল ১৩ দশমিক ৫, আজ ১৪, ময়মনসিংহে ছিল ১০ দশমিক ৫, আজ ১০ দশমিক ৭, চট্টগ্রামে ছিল ১৩ দশমিক ২, আজ ১৩ দশমিক ১, সিলেটে ছিল ১১ দশমিক ৭, আজ ১১ দশমিক ৮, রাজশাহীতে ছিল ১০ দশমিক ৪, আজ ১১ দশমিক ২, রংপুরে ছিল ১১, আজ ১২ দশমিক ৪, খুলনায় ছিল ১০ দশমিক ৫, আজ ১১ দশমিক ৪ এবং বরিশালে ছিল ৯ দশমিক ৩, আজ ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে