X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

স্বাভাবিক সময়ে ভার্চুয়াল আদালত নয়

এমরান হোসাইন শেখ
২৮ জুন ২০২০, ১৯:৫৯আপডেট : ২৮ জুন ২০২০, ২০:৩১

ভার্চুয়াল আদালত স্বাভাবিক অবস্থায় নয়, বিশেষ প্রয়োজনে ভার্চুয়াল আদালত চালু হবে। সংসদে উত্থাপিত ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল, ২০২০’-এ এমন সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বিলটি পাসের সুপারিশ করে প্রতিবেদন তোলার সম্ভাবনা রয়েছে। ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ রেখে জারি করা অধ্যাদেশটি আইন হিসেবে জারি করতে গত ২৩ জুন সংসদে বিল তোলা হয়।

পরে বিলটি পরীক্ষা করে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ২৪ জুন সংসদীয় কমিটি বিলটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। রবিবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পর বিলটি পাসের সুপারিশ করা হয়েছে।

সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছি। তারা সকলেই লিখিত পরামর্শ দিয়েছেন। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। যতদূর সম্ভব আমরা তাদের পরামর্শ বিবেচনায় নেওয়ার চেষ্টা করেছি। আইনটিতে কমিটি কোন ধরনের সুপারিশ করেছে জানতে চাইলে সভাপতি বলেন, প্রয়োজনের তাগিদে এই আইনটি প্রয়োগ করার বিষয়ে সংসদীয় কমিটি সুপারিশ করেছে। ধরুন কোনও মহামারি হলো, জরুরি প্রয়োজন দেখা দিলো, নিরাপত্তার প্রশ্ন উঠলো, সেরকম পরিস্থিতিতে হাইকোর্ট বিভাগ এ আইন প্রয়োগ করবে।

কমিটির সদস্য শহীদুজ্জামান সরকারও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, আমরা সামান্য কিছু সংযোজন-বিয়োজন করে আইনটি পাসের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছি। 'কেবলমাত্র বিশেষ সময়ে আইনটি প্রয়োগ হবে, স্বাভাবিক সময়ের প্রয়োজন হবে না' —সুপারিশ কী এমন জানতে চাইলে কমিটির সদস্য শহীদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, আমি একজাক্টলি শব্দটি বলছি না। তবে বিষয়টি প্রায় ওই রকমই। আইনের বিষয় ড্রাফটিংয়ে শব্দ এদিক-ওদিক হতে পারে।

কমিটির সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, প্রস্তাবিত আইনে ভার্চুয়াল বিচারের কথা বলা হলেও মামলা দায়েরের বিষয়ে কিছু বলা নেই। এজন্য অনলাইনে মামলা দায়ের করা যাবে আমরা এ বিধানটি সুপারিশে যুক্ত করেছি।

সংসদীয় কমিটির ডাকে সাড়া দিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমির উল ইসলাম, আব্দুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুনসহ কয়েকজন লিখিত মতামত পাঠিয়েছে বলে কমিটির সভাপতি জানান।

কোভিড-১৯ মহামারির মধ্যে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ রেখে গত ৭ মে মন্ত্রিসভা এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দেওয়ার পর তার ভিত্তিতে ভার্চুয়াল আদালতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

নিয়ম অনুযায়ী অধ্যাদেশ জারির পর তা সংসদে তোলা হয় গত ১০ জুন। অধ্যাদেশটি আইনে পরিণত করতে হলে চলমান অধিবেশনের প্রথম বৈঠকের তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে মন্ত্রণালয়কে তা জাতীয় সংসদে উপস্থাপন করে অনুমোদন করাতে হবে। না হলে ৩০ দিন অতিবাহিত হলে অধ্যাদেশটির কার্যকারিতা হারাবে।

সংসদে উত্থাপিত বিলে ভার্চুয়াল উপস্থিতির সংজ্ঞায় বলা হয়েছে, ‘অডিও-ভিডিও বা অনুরূপ অন্য কোনও ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে কোনও ব্যক্তির আদালতে বিচার বিভাগীয় কার্যধারায় উপস্থিত থাকা ও অংশগ্রহণ।’

এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল, ২০২০-এর ওপর আলোচনা করা হয়। এ সময় আইনমন্ত্রী দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতির কারণে বিলটি উত্থাপনের প্রেক্ষাপট, বিলটি প্রয়োগের ক্ষেত্র, সীমাবদ্ধতা, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে এ বিলের সামঞ্জস্যতা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বক্তব্য উপস্থাপন করেন। বিলটি কমিটির উপস্থিত সকল সদস্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষাপূর্বক সংসদে উপস্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করার সুপারিশ করেন।

কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, আব্দুল মজিদ খান, মো. শহীদুজ্জামান সরকার, শামীম হায়দার পাটোয়ারী ও গ্লোরিয়া ঝর্ণা সরকার অংশগ্রহণ করেন।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাফরুর নতুন কমিটি: অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
জাফরুর নতুন কমিটি: অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
এবার হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা
এবার হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা
এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৯০
এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৯০
অমীমাংসিত ইস্যুগুলোতে নীরব পাকিস্তান
অমীমাংসিত ইস্যুগুলোতে নীরব পাকিস্তান
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা