X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

২৪ ঘণ্টায় অনলাইনে এনআইডি’র কপি ডাউনলোড ৬০ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ১৬:১৯আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৬:২১

জাতীয় পরিচয় পত্র

করোনাভাইরাসজনিত কারণে সরকারি ছুটিতে চালু করা জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) অনলাইন সেবায় ব্যাপক সাড়া পড়েছে। সেবা চালুর ২৪ ঘণ্টার মধ্যে ৬০ হাজারের বেশি ভোটার তাদের এনআইডি’র কপি ডাউনলোড করেছে। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়ন পত্র অনুবিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ সোমবার (২৭ এপ্রিল) থেকে অনলাইনের মাধ্যমে ভোটারদের ছয় ধরনের সেবা প্রদানের কার্যক্রম শুরু করেছে। ভোটার হিসেবে নিবন্ধিতদের জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ, জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ,  জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন, নতুন ভোটার নিবন্ধন এবং এসএমএস সেবা। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম সোমবার অনলাইনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনের পরপরই এ কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে বলে এনআইডি অনুবিভাগ জানিয়েছে। সেবাগুলোর মধ্যে নতুন ভোটাররা এসএমএসের মাধ্যমে তাদের জাতীয় পরিচয় পত্র নম্বর জানা এবং অনলাইনের মাধ্যমে পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড ও প্রিন্ট বেশি করছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিশনের আইডিয়া প্রজেক্টের যোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, তারা অনলাইন সার্ভিসে তাদের প্রচুর সাড়া পাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ৬০ হাজারের বেশি এনআইডির অনলাইন কপি   হয়েছে। এনআইডির অনলাইন কপি সংগ্রহকারীদের বেশিরভাগই নতুন ভোটার বলে তিনি জানান।

এসএমএস দসহ অন্যান্য সার্ভিসে ভোটারদের সাড়া রয়েছে বলে এই কর্মকর্তা জানান।

গত ২ মার্চ প্রকাশিত হালনাগাদ ভোটার তালিকায় ৬৯ লাখ ৫৮ হাজার ৩৪১ নতুন ভোটার যুক্ত হয়েছে। এই নিবন্ধিত ভোটাররা এখনও কার্ড পাননি। অনলাইন সার্ভিসের মাধ্যমে নতুন ভোটাররা এনআইডি’র অনলাইন ডাউনলোড কপি সংগ্রহ করতে পারছেন। অনলাইনের এই সেবা পেতে ভোটারকে https://services.nidw.gov.bd সাইটে প্রবেশ করতে হবে।

মোবাইলে এসএমএসের মাধ্যমে এনআইডি নম্বর পাওয়ার পদ্ধতি: nid<formNo><dd-mm-yyyy> লিখে 105 প্রেরণ করতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে NID নম্বর প্রেরণ করা হবে। উদাহরণ:  105 এ প্রেরণ করুন nid <Form No><dd-mm-yyyy>  nid XXXXXXX 24-08-1992

রেজিস্ট্রেশন করেছেন কিন্তু NID কার্ড পাননি তারা https://services.nidw.gov.bd ওয়েব সাইটে ‘অন্যান্য তথ্যের’ ট্যাবে গিয়ে NID নম্বর লিংকে Form নম্বর ও DOB (Date of Birth) দিলে আবেদনকারীর NID নম্বর পাবেন ।

যারা NID নম্বর পেয়েছেন  তারা online portal এ NID এর তথ্য ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে online  portal এ login করতে পারবেন। login এরপর আবেদনকারী ফরমের অ্যান্ট্রি কর সব ডাটা দেখতে পারবেন। নিবন্ধিত ব্যক্তি যদি আগে কার্ড না পেয়ে থাকেন, তিনি চাইলে পোর্টাল হতে NID copy সংগ্রহ করতে পারবেন।

রমজান মাসে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের হেল্পলাইন কল সেন্টারে ১০৫ নম্বরে ফোন করে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সেবা পাওয়া যাবে।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
আব্বাস, কেলিদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল
আব্বাস, কেলিদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল
শ্যাম্পুর আগে ৩০ মিনিটের যত্নে চুল হবে সিল্কি
শ্যাম্পুর আগে ৩০ মিনিটের যত্নে চুল হবে সিল্কি
বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত
বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস