X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে নির্দেশনা নিতে বঙ্গবন্ধুর সঙ্গে বৈঠক

উদিসা ইসলাম
১৯ এপ্রিল ২০২০, ০৯:৫৩আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৯:৫৬

১৯৭২ সালের ২০ এপ্রিলের পত্রিকা

১৯৭২ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠেয় পাকিস্তান ও ভারতের মধ্যে দূত পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের অবস্থান নিয়ে সুস্পষ্ট উপদেশ ও নির্দেশনা নিতে বঙ্গবন্ধুর সঙ্গে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্র দফতরের নীতিনির্ধারক কমিটির চেয়ারম্যান ডি পি ধর। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে বিভিন্ন দিক নিয়ে তার অবস্থান তুলে ধরেন।

এদিকে, দৈনিক বাংলা ও ডেইলি অবজারভারে প্রকাশ করা হয়,  পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশকে স্বীকৃতি দানের প্রস্তুতি নিয়ে তার দেশে কথা বলেছেন।

ভারত-পাকিস্তান বৈঠক গুরুত্বপূর্ণ

ভারতের পররাষ্ট্র দফতরের নীতিনির্ধারক কমিটির চেয়ারম্যান সাংবাদিকদের জানান, দু’দেশের প্রস্তাবিত দূত পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দানের ব্যাপারে ভারত পাকিস্তানকে চাপ দেবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে তিনি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রস্তাবিত ভারত-পাকিস্তান পর্যায়ে বৈঠকের বিষয় নিয়ে আলোচনা করেন।

২৫ এপ্রিল রাওয়ালপিন্ডিতে আলোচনায় ভারত-বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি উঠতে পারে। সে সম্পর্কে বঙ্গবন্ধুর মতামত গ্রহণ করেন শ্রী ধর। রাওয়ালপিন্ডিতে ওই বৈঠকে যোগদানের উদ্দেশে তার দলবল নিয়ে ২৩ তারিখ রওনা দেওয়ার কথা।

১৯৭২ সালের ২০ এপ্রিলের পত্রিকা

দূত পর্যায়ে আলোচনায় যেহেতু ভারত-বাংলাদেশ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উঠতে পারে এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মতামত জানা প্রয়োজন বলে তিনি বাংলাদেশ সফর করেন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সঙ্গে এক ঘণ্টার বেশি সময় আলোচনা করেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদের সঙ্গেও তিনি দুই ঘণ্টা আলোচনা করে কীভাবে বাংলাদেশের স্বার্থ উপস্থাপন করা যায় তার পরামর্শ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের তিনি বলেন,  ‘এমন কিছু প্রশ্ন বা বিষয় আছে যেগুলো নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার প্রয়োজন। আবার এমন কিছু প্রশ্ন বিষয় আছে যা নিয়ে ভারত-পাকিস্তান-বাংলাদেশ ত্রিপক্ষীয় বৈঠকের প্রয়োজন। যেহেতু বাংলাদেশ সরকারের ঘোষিত নীতি হলো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনও রকম আলোচনার আগে পাকিস্তানকে বাংলাদেশের বাস্তবতা স্বীকার করতে হবে এবং বাংলাদেশের কূটনৈতিক স্বীকৃতি দিতে হবে সেই কারণে প্রস্তাবিত ভারত-পাকিস্তান পর্যালোচনায় বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দানের ব্যাপারে ভারত-পাকিস্তানের ওপর চাপ দেবে।

হিথের অভিনন্দন

কমনওয়েলথে বাংলাদেশের অন্তর্ভুক্তিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিথ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে দেওয়া বার্তায় তার সরকারের আনন্দের কথা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ রাষ্ট্রদূত সৈয়দ আবদুস সুলতান লন্ডনে ভাষণ দেন। বাংলাদেশকে কমনওয়েলথের ৩২তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর যুক্তরাজ্যে সুলতান বাংলাদেশের প্রথম হাইকমিশনার হন। কমনওয়েলথ সেক্রেটারিয়েট সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সুলতান বলেন, ‘এই ঐতিহাসিক ঘটনার জন্য বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় ছিল।’

ভুট্টো স্বীকৃতি দেবে?

ভুট্টো এখন বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি। পাকিস্তানে এক সরকারি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সঙ্গে বৈঠকে বসার মতো কোনও ব্যবস্থা হলে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশকে স্বীকৃতি দিতে প্রস্তুত আছেন। ভুট্টো কূটনীতিক মাধ্যমে শেখ মুজিবুর রহমানের সঙ্গে মিলিত হতে, বাংলাদেশকে স্বীকৃতি দিতে এবং পারস্পারিক সমস্যা নিষ্পত্তি করতে তার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন।

 

 

/ইউআই/এসটি/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
রবিবার সারা দেশে মহাসমাবেশ করবেন কারিগরি শিক্ষার্থীরা 
রবিবার সারা দেশে মহাসমাবেশ করবেন কারিগরি শিক্ষার্থীরা 
মানিকগঞ্জ মেডিক্যালে ভুল গ্রুপের রক্ত পুশ করায় রোগীর মৃত্যুর অভিযোগ
মানিকগঞ্জ মেডিক্যালে ভুল গ্রুপের রক্ত পুশ করায় রোগীর মৃত্যুর অভিযোগ
কঙ্গোতে মাঝনদীতে নৌকায় আগুন, নিহত ১৪৮
কঙ্গোতে মাঝনদীতে নৌকায় আগুন, নিহত ১৪৮
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে