X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

শেষ হলো সংসদের ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২০, ১৯:১২আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২৩:০৪

জাতীয় সংসদের ৭ম অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনাভাইরাস জনিত দুর্যোগ পরিস্থিতিতে জনসমাগম পরিহারে ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন শনিবার অনুষ্ঠিত হলো। বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হয় তা সোয়া ঘণ্টার মধ্যেই শেষ হয়। 

সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল সংসদ সদস্য করোনা ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত বিধিবিধানগুলো মেনে বৈঠকে অংশ নেন। সকল সদস্যকে মাস্ক পরে সংসদের বৈঠকে অংশ নিতে দেখা গেছে। অনেকের মাথায় সার্জিকাল টুপিও দেখা গেছে। যতদূর সম্ভব সামাজিক দূরত্বও বজায় রাখতে দেখা গেছে। তবে সংসদ কক্ষে সদস্যদের চেয়ার নির্ধারিত থাকায় অনেকে ক্ষেত্রেই ৬ ফুট দূরত্বের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।

যদিও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে একজন থেকে আরেকজনের ন্যূনতম দূরত্ব বজায় রাখার স্বার্থে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে তুলনামূলক কম সংখ্যক সদস্য অধিবেশনে অংশ নেন।

সংসদের কর্মকর্তারাও স্বাস্থ্যবিধি মেনে তাদের দায়িত্ব পালন করেছে। স্বাস্থ্যঝুঁকির বিষয়টি চিন্তা করে অধিবেশনে সাংবাদিক প্রবেশে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জাতীয় সংসদের ৭ম অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংসদ সদস্য শামসুর রহমান শরীফ দিলুর মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। অধিবেশন সংক্ষিপ্ত করার স্বার্থে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলের পক্ষে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা শোক প্রস্তাবের ওপর আলোচনা এবং সমাপনী বক্তব্য একইসঙ্গে দেন।

 

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। (ছবি: সংসদ টিভি থেকে)

এদিকে শোক প্রস্তাব এর আলোচনা শুরুর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপনী সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাওয়ার কথা জানান। তিনি এই আদেশ পাঠ করে শোনানোর আগে দেশবাসীর উদ্দেশে বলেন, আসুন আমরা ধৈর্য ও সাহসের সঙ্গে এই সংকট উত্তরণ ঘটাই। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, নিয়মিত ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করি। নিজ বাড়িতে অবস্থান করি। আমাদের সকলের দায়িত্বশীল আচরণ এই সংকটের উত্তরণের পথ সহজ করবে।

পরে স্পিকার রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন। রাষ্ট্রপতি তার আদেশে বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আহূত একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম পরিহার করার জন্য জনস্বার্থে সমাপ্তি করিতেছি।”

সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে আবার সংসদ বসার বাধ্যবাধকতা সংবিধানে রয়েছে।

সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন বসার বাধ্যবাধকতা ছিল।

/ইএইচএস/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
ভারত এক ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
ভারত এক ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
প্রশাসনে বৈষম্যের অভিযোগে কর্মচারী ঐক্য ফোরামের হুঁশিয়ারি
প্রশাসনে বৈষম্যের অভিযোগে কর্মচারী ঐক্য ফোরামের হুঁশিয়ারি
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা : বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা : বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’