X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ঢাবি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৫১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২০:৪৮

সমাবর্তনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে অতিথিরা শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একসঙ্গে গুচ্ছভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘গুচ্ছপরীক্ষা নেওয়ার জন্য আমি আগেই অনুরোধ করেছিলাম। এখন পর্যন্ত এর কোনও অগ্রগতি দেখিনি। আপনার (ঢাবি ভিসি) মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সবাইকে এ বিষয়ে আরেকটু গভীরভাবে চিন্তাভাবনা করার অনুরোধ করছি।’

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট হওয়ার পর, ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষার তারিখ ও রেজাল্ট হয়। যদি দেখা যায় প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও রেজাল্ট হয়েছে, তখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলে দেওয়া হয় মেধা অনুযায়ী কে কোন কলেজে ভর্তি হবে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি পাবে না, তার আগেই ওই কলেজগুলোতে ভর্তি হতে হয়। এতে তাদের প্রায় পাঁচ হাজার টাকা লাগে। আর বেসরকারি ইউনিভার্সিটিতে তাদের বিশ, পঁচিশ, ত্রিশ, চল্লিশ, পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ভর্তি হতে হয়। কিন্তু পরে দেখা গেল ওই ছেলেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। তখন জাতীয় বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করতে হয় তাদের। এ জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা সব পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলেন। তাহলে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে যে ছাত্র যেখানে চান্স পায়, সেখানে ভর্তি হবে। হাজার হাজার ছেলেমেয়ে অনর্থক অর্থদণ্ড ও হয়রানি থেকে মুক্তি পাবে। আমি আশা করি এ বিষয়টি আপনারা বিবেচনা করবেন।’
সমাবর্তনে নোবেল জয়ী ও জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাকাআকি কাজিতাকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হয়।

আরও পড়ুন...

অভিভাবক সন্তানকে বিশ্ববিদ্যালয় পাঠান লাশ হয়ে ফেরার জন্য নয়: রাষ্ট্রপতি

ডাকসু প্রতিনিধিদের সম্পর্কে যা শুনি তা ভালো লাগে না: রাষ্ট্রপতি

প্রশাসনিক পদ পেয়ে শিক্ষক পরিচয় ভুলে যান অনেকে: রাষ্ট্রপতি

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগের ১ মিনিট ১১ সেকেন্ডের মিছিল: এখন পর্যন্ত গ্রেফতার ৬
যুবলীগের ১ মিনিট ১১ সেকেন্ডের মিছিল: এখন পর্যন্ত গ্রেফতার ৬
সরকারি কর্মী ছাঁটাই সহজ করতে ট্রাম্পের নতুন উদ্যোগ
সরকারি কর্মী ছাঁটাই সহজ করতে ট্রাম্পের নতুন উদ্যোগ
গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল
গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল
সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের, প্রশ্ন রিজভীর
সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের, প্রশ্ন রিজভীর
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত