X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

বিরোধী দলীয় চিফ হুইপের জন্য পদমর্যাদা চাইলেন রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৪

রওশন এরশাদ (ফাইল ছবি)

বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপদের পদমর্যাদা দেওয়ার দাবি তুলেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) একাদশ সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনের ভাষণে তিনি এ দাবি জানান।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রওশন এরশাদ বলেন, “সরকারি দলের চিফ হুইপ ‘মন্ত্রী’ এবং হুইপেরা ‘প্রতিমন্ত্রী’র পদমর্যাদা পান। বিরোধী দলেরও চিফ হুইপ বা হুইপ আছেন। কিন্তু তাদের কোনও পদমর্যাদা নেই। পদমর্যাদা না থাকলে তারা কাজ করবেন কীভাবে?’

রোহিঙ্গাদের বিষয়ে সরকারকে সতর্ক করে রওশন এরশাদ বলেন, ‘এদের কোনোভাবেই বাংলাদেশে রাখা যাবে না। কারণ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা ইতোমধ্যে কমে গেছে। কিছুদিন পর পুরো দায়িত্ব সরকারকে নিতে হবে। এ ছাড়া, এরা মাদক ছড়াচ্ছে। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশ যাচ্ছে। সুতরাং কোনও অবস্থাতেই রোহিঙ্গাদের বাংলাদেশে রাখা যাবে না।’

প্রবাসী শ্রমিকদের বিমানবন্দরে হয়রানি করা হয় অভিযোগ করে রওশন এরশাদ বলেন, ‘আমি নিজে বিমানবন্দরে দেখেছি, প্রবাস থেকে আসা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তারা কষ্ট করে দেশে রেমিট্যান্স পাঠায়। অথচ দেশে আসার পর বিমানবন্দরে তাদের জিনিসপত্র কেড়ে রেখে দেওয়া হয়।’ 

বিরোধী দলীয় নেতা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে ম্যালেরিয়া ও যক্ষা আবার ফিরে আসতে পারে। ডেঙ্গু আর চিকুনগুনিয়া তো মহামারি আকার ধারণ করেছে। সুতরাং মন্ত্রণালয়কে এখন থেকে এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

কিশোর অপরাধের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে রওশর এরশাদ বলেন, ‘ঝরে পড়া স্কুলছাত্ররাই কিশোর অপরাধে জড়াচ্ছে, গ্যাং গড়ে তুলছে, মাদক নিচ্ছে, মাদক ব্যবসায় জড়াচ্ছে। এভাবে চলতে থাকলে জাতির ভবিষ্যৎ অন্ধকার। কিশোরেরা যাতে এসব অপরাধে জড়াতে না পারে, সে ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুদের খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা থাকলে তারা অপরাধের সঙ্গে জড়াবে না।’

 

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের মূল হোতা গ্রেফতার
লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের মূল হোতা গ্রেফতার
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
গাবতলীতে আন্তজেলা বাসের জন্য আলাদা সড়ক নির্মাণ করা হবে: ডিএনসিসি প্রশাসক
গাবতলীতে আন্তজেলা বাসের জন্য আলাদা সড়ক নির্মাণ করা হবে: ডিএনসিসি প্রশাসক
অনশনরতদের সঙ্গে সংহতি জানিয়ে পিএসসির সংস্কার চাইলেন সারজিস আলম
অনশনরতদের সঙ্গে সংহতি জানিয়ে পিএসসির সংস্কার চাইলেন সারজিস আলম
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা