গুলশান ১ এ ডিএনসিসি’র কাঁচা বাজার ও সুপার মার্কেটে শনিবার (৩০ মার্চ) ভোরে লাগা আগুনে পুড়ে গেছে ২২টি মাছের দোকান। এই দোকানগুলোতে ডিপ ফ্রিজ ছিল প্রায় ১৬টি। প্রতিটি ফ্রিজ আগুনে পুড়ে গেছে। এমনকি ফ্রিজে সংরক্ষণ করা সামুদ্রিক মাছগুলো পুড়ে গেছে।
মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফ্রিজে রাখা সব মাছ পুড়ে গেছে। কিছুই পোড়ার বাকি নেই। পুড়ে যাওয়া মাছের মূল্য অর্ধলক্ষ টাকার ওপরে।
এই মার্কেটে পাঁচটি মাছের দোকান আছে ব্যবসায়ী মহিদুল ইসলামের। আগুন নিভে যাওয়ার পর বাজারে প্রবেশ করেন তিনি। এসে দেখেন তার ফ্রিজ এবং এর ভেতরে রক্ষিত মাছ সব পুড়ে গেছে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার প্রায় ১৫-২০ লাখ টাকার মাছ ছিল। আমার চারটি ফ্রিজ। কিচ্ছু বাকি নেই পুড়তে। এখন আধা পোড়া মাছগুলো বেছে নিয়ে যাই।’
এই বাজারের আরেক মাছ ব্যবসায়ী বলেন, ‘সকালে খবর পাওয়ার পর ছুটে আসি। এসে দেখি সব পুড়ে ছাই। আমার একটা মাছও বাকি নেই। এগুলা সামুদ্রিক মাছ, এগুলার দাম অনেক। আমি এখন কি করবো জানি না।’
বাজারের নিরাপত্তা কর্মী মতিউর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল পৌনে ছয়টার দিকে আগুন দেখি। ঐদিকের এক পান দোকান থেকে আওয়াজ করে আগুন বের হচ্ছিল। এরপর আমি প্রথমে কারেন্ট অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করতে বলি। তারপর ফায়ার সার্ভিসে খবর দেই।’