X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

স্বাধীন দেশে বঙ্গবন্ধুর প্রথম জন্মদিন যেভাবে কেটেছিল

উদিসা ইসলাম
১৭ মার্চ ২০১৯, ০৮:০০আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১১:০১




বাহাত্তর সালের ১৮ মার্চ তারিখের দৈনিক বাংলা পত্রিকায় বঙ্গবন্ধুর জন্মদিন পালনের খবর স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম জন্মদিনটি ছিল ব্যস্ততায় ভরা। তবে অনাড়ম্বরভাবে কাছের মানুষদের সঙ্গে তিনি জন্মদিনের আনন্দ কিছুটা ভাগ করে নেন। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৫৩তম জন্মবার্ষিকীটি ছিল বাংলার মানুষের ভালোবাসায় সিক্ত।

১৯৭২ সালের সংবাদপত্রে দেখা যায় ১৭ মার্চ দিনটিতে পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এসেছিলেন সফরে। তার উপস্থিতিতে সারাদিনই রাজনৈতিক কাজে ব্যস্ত ছিলেন বঙ্গবন্ধু। তবে এরই মাঝে স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি।

প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর জন্য ভারত থেকে সেদিন ফল আর মিষ্টি উপহার নিয়ে এসেছিলেন। দৈনিক বাংলার ১৮ মার্চের পত্রিকা বলছে, বঙ্গবন্ধুর ৫৩তম জন্মবার্ষিকী পালন হয় সে বছর। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে ফল ও মিষ্টি উপহার দেন। সেগুলো তিনি ভারত থেকেই নিয়ে আসেন, সেখানকার কোটি মানুষের শুভেচ্ছা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের নিদর্শন স্বরূপ।

পত্রিকায় স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মদিনের আয়োজন সম্পর্কে লিখেছে, সকালে শত শত অনুরাগী সেদিন সমবেত হয় ধানমণ্ডির বত্রিশ নম্বরের বাড়ির সামনে। হাসিমুখে বঙ্গবন্ধু বলেন, আমার আবার জন্মোৎসব কিরে? আয় আয় তোরা আমার কাছে আয়। প্রতিবেদনের বলা হচ্ছে, এ যেন নেহায়েত কোনও ব্যক্তির আমন্ত্রণ নয়, যেনো ছিল একটি সাগরের আহ্বান। এসময় উপস্থিত সবাই তার হাতে তুলে দিল ফুল আর গলায় পরিয়ে দিল মালা।

বাহাত্তর সালের ১৮ মার্চের দৈনিক বাংলা পত্রিকা জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোজাফফর আহমেদ চৌধুরী, তোফায়েল আহমেদ ও সেই সময়কার ছাত্রনেতারা। সবাই তার দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন। বঙ্গবন্ধুও মোনাজাতে শরিক হন। সেদিন বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শুভেচ্ছা কার্ড করেছিল আর সংবাদপত্রগুলো তাদের প্রভাতী দৈনিকে বিশেষ সংখ্যা বের করেছিল।

এর আগে ৪৭তম জন্মবার্ষিকীর দিনে (১৯৬৭ সালের ১৭ মার্চ) ডায়েরিতে বঙ্গবন্ধু লিখেছিলেন, জন্মবার্ষিকী তিনি কোনোদিনই নিজে পালন করেননি। বেশি হলে তাঁর স্ত্রী ওই দিনটাতে তাঁকে ছোট্ট একটি উপহার দিতেন। বঙ্গবন্ধু চেষ্টা করতেন জন্মদিনে সময় বাড়িতে থাকতে।

ঢাকা সিটি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করছে বলে খবরের কাগজের মাধ্যমে জানতে পেরেছেন বলে ডায়রিতে উল্লেখ করে করেন। বঙ্গবন্ধুর ধারণা, তিনি জেলে বন্দি বলেই দল থেকে জন্মদিন পালন করা হয়েছে। দল জন্মদিন পালন করেছে দেখে তিনি হেসেছিলেন বলেও ডায়রিতে উল্লেখ করেন। জন্মদিন পালনের বিষয়টিকে তিনি ডায়রিতে উল্লেখ করেছিলেন এমনভাবে যে, ‘আমি একজন মানুষ, আমার আবার জন্মদিবস!’

পত্রিকার ছবি: সৌজন্যে ইন্টার ন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম ও সেন্টার ফর জেনোসাইড

/ইউআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তার বিয়ে, তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে ছিল না কোনও আয়োজন
কর্মকর্তার বিয়ে, তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে ছিল না কোনও আয়োজন
৮০ হাজার প্রতিযোগীর মধ্যে শীর্ষ দুইয়ে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা আনিসা
৮০ হাজার প্রতিযোগীর মধ্যে শীর্ষ দুইয়ে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা আনিসা
থানায় ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
থানায় ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল
সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা